(Source: ECI/ABP News/ABP Majha)
Mobile Causes Brain Tumor: মোবাইল ব্যবহারে কি ব্রেন টিউমার হয়? গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য
Brain tumor Cause: মাঝে মধ্যে মস্তিস্কে উদয় হয় এই আশঙ্কার। বহু বছর ধরেই মোবাইল ব্যবহারের সঙ্গে ক্যানসার বা ব্রেন টিউমারের যোগ খুঁজে এসেছে ব্যবহারকারীরা।
Brain tumor Cause: মাঝে মধ্যে মস্তিস্কে উদয় হয় এই আশঙ্কার। বহু বছর ধরেই মোবাইল ব্যবহারের সঙ্গে ক্যানসার বা ব্রেন টিউমারের যোগ খুঁজে এসেছে ব্যবহারকারীরা। অবশেষে ফের একবার সামনে এল এই বিষয়ক গবেষণা। যেখানে পরিষ্কার হয়ে যাবে আপনার সব ধারণা।
Mobile Causes Brain Tumor: কী বলছে গবেষণা ?
'ইউকে মিলিয়ন উইমেন স্টাডি অন সেলুলার টেলিফোন'-এর গবেষণা সম্প্রতি সামনে এসেছে। যেখানে গবেষকরা বলছেন, মোবাইল ফোনের সাধারণ বা স্বাভাবিক ব্যবহারে ব্রেন টিউমারের কোনও ঝুঁকি নেই। 'দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার' অনলাইনে প্রকাশিত হয়েছে এই গবেষণা। 29 মার্চ 2021-এর এই নির্দিষ্ট জার্নালে বলা হয়েছে, সেলুলার ফোন ব্যবহারে ব্রেন টিউমারের প্রকোপ বাড়াতে পারে, এরকম কোনও প্রামাণ্য নথি পাওয়া যায়নি।
Mobile Causes Brain Tumor: কোথা থেকে বিতর্কের সূত্রপাত ?
সম্প্রতি পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি সামনে আসার পরই ফের মাথাচাড়া দিয়ে ওঠে বিতর্ক। সেলুলার টেলিফোন ব্যবহারে মস্তিষ্কে টিউমারের ঝুঁকি বাড়ে কিনা তা নিয়ে ওঠে প্রশ্ন। এরপরই এই সংক্রান্ত বিশদ ও বড় আকারের গবেষণা উঠে আসে সবার সামনে।
Brain tumor Cause: কীভাবে চালানো হয় এই গবেষণা ?
মোবাইলের সঙ্গে ব্রেন টিউমারের সম্পর্ক আছে কিনা জানতে 1935-1950 সালে জন্মগ্রহণকারী 13 লক্ষ মহিলাকে 1996-2001 সালের মধ্যে গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়। সেখানে 2001 সালে প্রথম সেলুলার টেলিফোন ব্যবহার সংক্রান্ত প্রশ্নগুলি মহিলাদের কাছে করা হয়। পরবর্তীকালে 2011 সালে ওই প্রশ্ন ফের মহিলাদের করেন গবেষকরা। এই নির্দিষ্ট বছরগুলির মধ্যে ওই মহিলাদের ডেটা কালেকশন জারি রাখে গবেষকরা। 'National Health Service'-এর সাহায্য পরে ওই মহিলাদের মৃত্যু ক্যানসার বা ব্রেন টিউমারের কারণে হয়েছে কিনা তা জানার চেষ্টা করে গবেষকরা। এইভাবেই হাতে উঠে আসে আসল তথ্য।
Mobile Causes Brain Tumor: কীভাবে সিদ্ধান্তে গবেষকরা ?
এই দীর্ঘ সময়ের গবেষণাকালে 7,76,156 জন মহিলার সঙ্গে যোগাযোগ রাখে গবেষক দল। দেখা যায়, যে মহিলাদের 2001 সালে এই সংক্রান্ত প্রশ্ন করা হয়েছিল, তাদের মধ্যে মোট 3268 জনের ব্রেন টিউমারের কেস ধরা পড়েছে। যেখানে মোবাইল ফোন ব্যবহার করেননি এমন মহিলার ব্রেন টিউমারের সংখ্যা ছিল বেশি। সেই তুলনায় ওই মহিলাদের আপেক্ষিক ব্রেন টিউমারের ঝুঁকির পরিমাণ ছিল 0.97 শতাংশ। এই দেখেই সিদ্ধান্তে আসেন গবেষকরা।
আরও পড়ুন : Cyber Crime: আপনার ফোন চলে যাবে অন্যের নিয়ন্ত্রণে, চিন্তা বাড়াচ্ছে 'Dos Attack'