TMC News: আরজি কর কাণ্ডের প্রতিবাদের জন্যই কি TMC -র বৈঠকে ডাক পেলেন না সুখেন্দুশেখর রায়?
ABP Ananda Live: তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। রদবদল, সাংগঠনিক পরিকাঠামোয় পরিবর্তন নিয়ে আলোচনার সম্ভাবনা। বৈঠকে থাকবেন অনুব্রত, আমন্ত্রণ পেলেন না সুখেনদুশেখর।
আরও খবর, ঘাটালে শিশু মেলা নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দেবের সামনেই সংঘর্ষে জড়ালেন তৃণমূল সাংসদ ও প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের অনুগামীরা। লাঠি, বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল দেবের এক অনুগামীর। এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে শীর্ষ নেতৃত্ব। চাওয়া হয়েছে রিপোর্ট। এবার কি শাস্তির মুখে শঙ্কর দলুই?
ছুটির দিনে শহরে ফের আগুন আতঙ্ক। এবার কলকাতা মেডিক্যাল কলেজে আগুন। মেডিক্যাল কলেজের মেন বিল্ডিংয়ের দোতলায় আগুন লাগে। দোতলার বাথরুম থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বিভাগের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগান তাঁরা। সন্ধেয় হাসপাতালে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রোগী এবং তাঁদের পরিবার-পরিজনদের মধ্যে।
![Birbhum News: বীরভূমে ফের ১৬ হাজার কেজি বিস্ফোরকের পর এবার ৩০০ কেজি বিস্ফোরকের হদিশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/c4977228a234a061692a6313e5e149c21739429881860968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![North24Parganas:দত্তপুকুরে দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত,জম্মুর সাম্বা থেকে গ্রেফতার জলিল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/54cfa9eb39e046a6b2a23b0a53094a121739428885820968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Malda News: হবিবপুরে BSF-এর পোশাক পরে, খেলনা বন্দুক নিয়ে বাংলাদেশে গরু পাচারের ছক বানচাল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/cea02c64395b9e40673e3b768d584a371739427074878968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Malda News: নিউ ফারাক্কা হাইস্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় তৃণমূল নেতা গ্রেফতার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/1d3ce91ca5884bbfc328e29eaf58397d1739425215114968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Accident News:বালিতে ভয়াবহ দুর্ঘটনা। GT রোডে ট্যাক্সি ও দুটি বাইককে পিষে দিল সিমেন্ট মিক্সিং ডাম্পার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/e46fe677ab02433789b5a987e455d6711739424002857968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)