Moto G34 5G: ভারতে মোটো জি৩৪ ৫জি ফোন কী কী রঙে লঞ্চ হতে পারে? কেমন হবে ডিজাইন? কী কী ফিচারই বা থাকবে?
Motorola Smartphone: ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে মোটো জি৩৪ ৫জি ফোনে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের কোয়াড পিক্সেল ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।
![Moto G34 5G: ভারতে মোটো জি৩৪ ৫জি ফোন কী কী রঙে লঞ্চ হতে পারে? কেমন হবে ডিজাইন? কী কী ফিচারই বা থাকবে? Moto G34 5G India Price, Color Option, Camera Specifications Teased Before Official Launch See the Expected Features and Specifications Moto G34 5G: ভারতে মোটো জি৩৪ ৫জি ফোন কী কী রঙে লঞ্চ হতে পারে? কেমন হবে ডিজাইন? কী কী ফিচারই বা থাকবে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/06/f96d353f004cd847ccccf7f19b373e4e1704538692784485_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Moto G34 5G: ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলা (Motorola) সংস্থার নতুন ফোন। আগামী ৯ জানুয়ারি লঞ্চ হবে মোটো জি৩৪ ৫জি (Moto G34 5G) ফোন। মোটোরোলা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে এই ফোনের জন্য আলাদা করে একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। এছাড়াও এই ফোনের জন্য মাইক্রোসাইট তৈরি হয়েছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে (Flipkart)। অর্থাৎ ভারতে লঞ্চের পর মোটো 'জি' সিরিজের এই ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। আনুষ্ঠানিক লঞ্চের আগে ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন, কালার অপশন অর্থাৎ কী কী রঙে ফোন লঞ্চ হতে পারে, সম্ভাব্য দাম এবং র্যামের অপশন ফাঁস হয়েছে অনলাইনে। একনজরে সেই তথ্যগুলি দেখে নেওয়া প্রয়োজন। শোনা যাচ্ছে, এই ফোন ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ করতে পারে বেস মডেল যার দাম ১০,৯৯৯ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে আরও একটি মডেল লঞ্চ হতে পারে যার দাম জানা যায়নি।
ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে মোটো জি৩৪ ৫জি ফোনে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের কোয়াড পিক্সেল ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর থাকতে পারে। প্রাইমারি ক্যামেরা সেনসরে থাকতে চলেছে Google Auto Enhance ফিচারের সাপোর্ট। এর মাধ্যমে ছবি আরও ঝকঝকে, ভাল হবে। এই ফোন পরিচালিত হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসরের সাহায্যে। ফোনের ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। গতবছর ডিসেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছে মোটো জি৩৪ ৫জি ফোন। এবার আসছে ভারতের বাজারে।
লেনোভো অধিকৃত সংস্থা মোটোরোলা তাদের আসন্ন ফোন মোটো জি৩৪- এর জন্য একটি টিজার ভিডিও এক্স মাধ্যমে প্রকাশ করেছে। সেখান থেকেই নিশ্চিত হওয়া গিয়েছে যে এই ফোনে চারকোল ব্ল্যাক, আইস ব্লু এবং ওশান গ্রিন- এই তিন রঙে ভারতে লঞ্চ হবে মোটো জি৩৪ ৫জি ফোন। ওশান গ্রিন ভ্যারিয়েন্টে থাকবে ভেগান লেদার ফিনিশের রেয়ার প্যানেল। আগামী ৯ জানুয়ারি ভারতীয় সময় দুপুর ১২টায় লঞ্চ হবে মোটো জি৩৪ ৫জি ফোন। এই ফোনে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাপোর্ট। এছাড়াও থাকতে পারে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লের যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে ভার্চুয়াল র্যাম ফিচারের সাপোর্ট থাকবে পারে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর, ডুয়াল স্টিরিও স্পিকার (ডলবি অ্যাটমোস সাপোর্ট যুক্ত), ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, ৮ জিবি র্যাম, ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ, অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর- এইসব ফিচার থাকতে পারে।
আরও পড়ুন- ভারতে আসছে আসুসের নতুন গেমিং স্মার্টফোন সিরিজ, কোন ফোন লঞ্চ হবে? রইল সম্ভাব্য ডিজাইন-ফিচার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)