Moto G40 Fusion: সবার থেকে কোথায় আলাদা ? G40 ফিউজন আনল মোটো
বাজেট ফোনের বাজার ধরতে G40 ফিউজন আনল Moto। কদিন আগেই Moto G60-র সঙ্গে আত্মপ্রকাশ ঘটেছিল এই ফোনের। এবার থেকে অনলাইন মার্কেটেও পাওয়া যাবে এই ফোন।
নয়া দিল্লি : বাজেট ফোনের বাজার ধরতে G40 ফিউজন আনল Moto। কদিন আগেই Moto G60-র সঙ্গে আত্মপ্রকাশ ঘটেছিল এই ফোনের। এবার থেকে অনলাইন মার্কেটেও পাওয়া যাবে এই ফোন।
ফিউসনে অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর দিয়েছে কোম্পানি।সঙ্গে ১২০ হার্টজের রিফ্রেস রেট। তিনটে রেয়ার ক্যামেরার সঙ্গে ৬০০০ এমএএইচ-এর ব্যাটারি রয়েছে এই ফোনে। মোটোরোলার অন্যান্য ফোনগুলোর মতোই স্টক অ্যান্ড্রয়েডের অভিজ্ঞতা পাওয়া যাবে এই ফোনে। জলের তলায় রাখা না গেলেও সামান্য জল পড়লে চিন্তার কারণ নেই এই ফোনে। 'ওয়াটার রিপিলেন্ট' হওয়ায় ফোন ভিজলে ক্ষতি হওয়ার আশঙ্কা কম।
Moto G40 ফিউজনের দাম
ফোনের ৪ জিবি ৬৪ জিবি মডেলের দাম রাখা হয়েছে ১৩,৯৯৯ টাকা। পাশাপাশি ৬জিবি ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম পড়বে ১৫,৯৯৯ টাকা। ডাইনামিক গ্রে ও ফ্রস্টেড শ্যাম্পেন রঙে পাওয়া যাবে ফোন। ইতিমধ্যেই ফ্লিপকার্টে চালু হয়েছে এই ফোনের বিক্রি।
ফোনের স্পেসিফিকেশন
ডুয়েল ন্যানো সিমের এই ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে। ফুল এইচডি প্লাস ডিসপ্লে হওয়ায় সূর্যের আলোতেই ফোন দেখতে কোনও সমস্যা নেই। ভিউয়িং অ্যাঙ্গেলেও বেশ ভাল। গেমারদের ফ্রেম ড্রপ হওয়ার সমস্যা হওয়ার কথা নয় এই ফোনে। ১২০ হার্টজের রিফ্রেস রেট হওয়ায় ডিসপ্লে কোয়লিটি নিয়ে সমস্যা হবে না ক্রেতাদের।
ফোনে তিনটি ক্যামেরার মধ্যে রয়েছে ৬৪মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেকেন্ডারি ক্যামেরা। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিয়ো চ্যাটের জন্য আলাদা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। ১২৮ জিবির ম্যাক্সিমাম স্টোরেজ দেওয়া থাকলেও তা ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে ফোনে।
৬০০০ এমএএইচের ব্যাটারির সঙ্গে রয়েছে ২০ ওয়াটের ফাস্ট চার্জার। তবে কিছুটা হলেও ভারী এই ফোন।Moto G40 ফিউজনের ওজন ২২০ গ্রাম। যা মোটেই কম নয়। যদিও কোম্পানি দাবি করছে, ওয়েট ব্যালেন্স ঠিক হওয়ায় ফোন হাতে অত্যধিক ভারী লাগবে না।