Moto G42: ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হল মোটো জি৪২, দাম কত?
Motorola Smartphone: ভারতে লঞ্চ হল মোটোরোলার নতুন বাজেট স্মার্টফোন মোটো জি৪২। দেখে নিন দাম ও অন্যান্য ফিচার।
কলকাতা: মোটোরোলার (Motorola) নতুন ফোন মোটো জি৪২ (Moto G42) লঞ্চ হল ভারতে। মোটোরোলার বাজেট ফোনের (Budget Smartphone) তালিকায় যুক্ত হল এই নতুন মডেল। বলা হচ্ছে, এই ফোন মোটো জি৪১ মডেলের সাকসেসর। তবে মোটো জি৪১ ফোন কিন্তু ভারতে লঞ্চ হয়নি। এবার দেখে নেওয়া যাক মোট জি৪২ ফোনের দাম কত এবং কী কী ফিচার রয়েছে।
ভারতে মোটো জি৪২ ফোনের দাম
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। অ্যাটলান্টিক গ্রিন এবং মেটালিক রোজ- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৪২ ফোন। ১১ জুলাই থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন আগ্রহীরা। এসবিআই-এর কার্ড থাকলে ক্রেতারা এই ফোন কেনার ক্ষেত্রে ১০০০ টাকা ছাড় পাবেন। এর পাশাপাশি যেসব জিও ইউজাররা ৪১৯ টাকার প্ল্যান ব্যবহার করেন, তাহলে ২৫৪৯ টাকা ছাড় পাওয়া যাবে।
মোটো জি৪২ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- মোটো জি৪২ ফোনে অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ডুয়াল সিম (ন্যানো) স্লট।
- এই ফোনে একটি ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে।
- এছাড়াও রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম।
- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে আছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং ডেপথ শুটার। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। মোটো জি৪২ ফোনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
- মোটো জি৪২ ফোনের ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২০ ওয়াটের টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে মোটোরোলা জি৪২ ফোনে। একবার চার্জ দিলে ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে বলে জানা গিয়েছে। এই ফোনে একটি IP52 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ফোনের ওজন ১৭৪.৫ গ্রাম।
আরও পড়ুন- ভারতে আসছে ওয়ানপ্লাস ১০আরটি, কী কী ফিচার থাকতে পারে?