Moto G73 5G: ভারতে মোটো জি৭৩ ৫জি ফোনের দাম কত হতে পারে? কী কী ফিচারই বা থাকার সম্ভাবনা রয়েছে
Smartphone: মোটো জি৭৩ ৫জি ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর থাকতে পারে।
Moto G73 5G: মোটোরোলা সংস্থার 'জি' সিরিজের (Moto G Series) ফোন মোটো জি৭৩ ৫জি (Moto G73 5G) ভারতে লঞ্চ হতে চলেছে ১০ মার্চ। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে এই ফোন কেনা যাবে। এবার মোটো জি৭৩ ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। এছাড়াও এই ফোনের কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার জানা গিয়েছে। শোনা যাচ্ছে, ভারতে মোট জি৭৩ ফোনের দাম হতে পারে ২০ হাজার টাকার কম। অর্থাৎ বেস মডেলের দাম ২০ হাজার টাকার কমই থাকবে। এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০ প্রসেসর এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।
মোটো জি৭৩ ৫জি ফোনে কী কী ফিচার থাকতে পারে
- মোটোরোলার আসন্ন এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এর রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৩- র সাহায্যে পরিচালিত হতে পারে এই ফোন।
- মোটো জি৭৩ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকার কথা শোনা গিয়েছে।
- মোটোরোলার এই ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
- এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ একটি ব্যাটারি এবং ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে।
iPhone 14 and iPhone 14 Plus: আইফোন ১৪ (iPhone 14) এবং আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus) - এই দুই ফোন লঞ্চ হয়েছে গতবছর সেপ্টেম্বর মাসে। অ্যাপেলের এ১৫ বায়োনিক চিপসেট রয়েছে এই দুই ফোনে। সম্প্রতি শোনা যাচ্ছে, অ্যাপেল আইফোন ১৪ সিরিজের এই দুই মডেল নতুন একটি রঙে লঞ্চ হতে চলেছে। সূত্রের খবর, এবার হলুদ রঙের শেডে এই দুই আইফোন মডেল লঞ্চ হবে। যদিও অ্যাপেল কর্তৃপক্ষ নিশ্চিত ভাবে এখনও কিছু ঘোষণা করেনি। বর্তমানে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস নীল, মিডনাইট, পার্পল, স্টারলাইট এবং রেড- এইসব রঙের শেডে উপলব্ধ রয়েছে।
300W Fast Charging: রেডমি (Redmi) সংস্থা ঘোষণা করেছে একটি নতুন ফাস্ট চার্জিং টেকনোলজি (Fast Cahrging Technology) লঞ্চ করতে চলেছে তারা। এই নতুন চার্জিং সাপোর্টের নাম হবে ৩০০ ওয়াটের Immortal Second Charger। বলা হচ্ছে, এই নতুন চার্জিং ফিচারের সাহায্যে নাকি স্মার্টফোন ১০০ শতাংশ চার্জ সম্পন্ন হবে মাত্র ৫ মিনিটে।