Nokia Smartphone: নোকিয়া জি৪২ ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ভারতে, দাম কত?
Nokia G42 5G: নোকিয়া 'জি' সিরিজের এই ৫জি ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস প্রসেসর। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩- র সাহায্যে।
Nokia Smartphone: নোকিয়া জি৪২ ৫জি (Nokia G42 5G) ফোন ভারতে লঞ্চ হয়েছে নতুন করে, ৪ জিবি র্যাম নিয়ে। এর আগে গতবছর অর্থাৎ ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল নোকিয়ার এই ৫জি (Nokia 5G Phone) ফোন। তখন একটিই র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছিল নোকিয়া জি৪২ ৫জি। সেই সময় দুটো রঙে এই ফোন লঞ্চ হয়েছিল ভারতে। এরপর গত বছরই অক্টোবর মাসে আরও একটি নতুন রঙে এবং র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল নোকিয়া জি৪২ ৫জি ফোন। এবার ৪ জিবি র্যাম নিয়ে ভারতে লঞ্চ হয়েছে নোকিয়ার এই ৫জি ফোন, যার দাম কম হবে বলেই অনুমান। আর কয়েকদিন পর থেকেই এই ফোনের বিক্রি শুরু হবে।
নোকিয়া জি৪২ ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্টের ভারতে দাম, কোথা থেকে কেনা যাবে
নতুন যে মডেল লঞ্চ হয়েছে সেখানে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। এই ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। এর আগে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল নোকিয়া জি৪২ ৫জি ফোন। তার দাম ছিল ১২,৯৯৯ টাকা। এছাড়াও লঞ্চ হয়েছিল ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যার আসল দাম ১৬,৯৯৯ টাকা। আগামী ৮ মার্চ শুরু হবে নতুন ফোনের বিক্রি। অ্যামাজন এবং এইচএমডি- র ওয়েবসাইট থেকে নোকিয়া জি৪২ ৫জি ফোন কেনা যাবে। So Grey, So Pink, So Purple- এই তিন রঙে পাওয়া যাবে নোকিয়া জি৪২ ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্ট।
নোকিয়া জি৪২ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে
- নোকিয়া জি৪২ ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের সেনসর এবং এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপরে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- নোকিয়া 'জি' সিরিজের এই ৫জি ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস প্রসেসর। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩- র সাহায্যে।
- এই ফোনে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এর উপরে সুরক্ষার খাতিরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন।
- এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে ২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। কানেক্টিভিটি অপশন হিসেবে জিপিএস, ব্লুটুথ ৫.১, ওয়াই-ফাই, ইউএসবি টাইপ-সি সাপোর্ট রয়েছে। এই ফোন IP52 রেটিং যুক্ত একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস।
আরও পড়ুন- গুগল প্লে স্টোর থেকে সরানো হল ১০টি ভারতীয় অ্যাপ, কিন্তু কেন?