(Source: ECI/ABP News/ABP Majha)
Nothing Phone (2): কবে লঞ্চ হতে চলেছে নাথিং ফোন (২)? কী বলছেন সংস্থার সিইও কার্ল পেয়ি
Nothing Phone (2) Launch: একটি ছোট টিজার প্রকাশ্যে এসেছিল চলতি বছরের শুরুর দিকে। সেখান থেকে দেখা গিয়েছিল নাথিং ফোন (২)- এর ডিজাইন অনেকটাই আগের মডেল নাথিং ফোন (১)- এর মতো হতে চলেছে।
Nothing Phone (2): জুলাই মাসে লঞ্চ হবে নাথিং ফোন (২) (Nothing Phone 2)। নাথিং সংস্থার সিইও কার্ল পেয়ি নিশ্চিত ভাবে একথা ঘোষণা করেছেন। যদিও নাথিং ফোন (১)- এর (Nothing Phone 1) সাকসেসর মডেল নাথিং ফোন (২) লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। এর আগে নাথিং ফোন (২)- এর বেশ কিছু সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল। এবার কার্ল পেয়ি আসন্ন এই ফোনের কিছু স্পেসিফিকেশন নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, এই ফোনে থাকতে চলেছে কোয়ালকম স্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর। এছাড়াও নাথিং ফোন (২)- তে থাকতে চলেছে ৪৭০০ এমএএইচ ব্যাটারি। প্রসঙ্গত উল্লেখ্য, নাথিং ফোন (১) মডেলে ছিল ৪৫০০ এমএএইচ ব্যাটারি।
নাথিং ফোন (২)- এর ডিজাইন
এই ফোনের ডিজাইন সম্পর্কে এখনও পর্যন্ত খুব সামান্যই জানা গিয়েছে। একটি ছোট টিজার প্রকাশ্যে এসেছিল চলতি বছরের শুরুর দিকে। সেখান থেকে দেখা গিয়েছিল নাথিং ফোন (২)- এর ডিজাইন অনেকটাই আগের মডেল নাথিং ফোন (১)- এর মতো হতে চলেছে। অর্থাৎ নতুন ফোনের ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল এবং glyph লাইটিং থাকবে। এর ফলে আগের মতো আকর্ষণীয় হবে ফোন। টিজারে দেখা গিয়েছিল, ফোনের ব্যাক প্যাএলে একটি লাল রঙের এলইডি ইন্ডিকেটর থাকতে চলেছে। একটি অদ্ভুত সুইচ থাকতে চলেছে রেয়ার প্যানেলে। তবে এর কাজ কী তা জানা যায়নি। আদৌ এই সুইচ দিয়ে কোনও কাজ হবে কিনা তাও স্পষ্ট নয়।
নাথিং ফোন (২)- এর সম্ভাব্য দাম
গ্লোবাল মার্কেটের পাশাপাশি নাথিং ফোন (২) ভারতেও লঞ্চ হতে চলেছে। এই ফোনের দাম ৩৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে।
Vivo Smartphone: ভিভো সংস্থার ওয়াই সিরিজের (Vivo Y Series) নতুন ফোন ভিভো ওয়াই০২টি (Vivo Y02T) দেখা গিয়েছে অনলাইনে। ভিভো সংস্থার ভারতীয় ওয়েবসাইটেই আত্মপ্রকাশ করেছে এই ফোন। আর তার থেকেই অনুমান করা হচ্ছে যে ভারতে ভিভো ওয়াই০২টি ফোন লঞ্চ হতে আর বেশি দেরি নেই। ভিভো ওয়াই০২ সিরিজের এর আগে দুটো ফোন লঞ্চ হয়েছে। সেই তালিকায় ছিল ভিভো ওয়াই০২ এবং ভিভো ওয়াই০২এস। এই তালিকাতেই নাম জুড়তে চলেছে ভিভো ওয়াই০২টি ফোনের। জানা গিয়েছে, নতুন ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর। এছাড়াও থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি। একটিই স্টোরেজ কনফিগারেশন এবং একটি রেয়ার ক্যামেরা সেনসর নিয়ে ভারতে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই০২টি ফোন।