OnePlus 12 Series: ভারতে ওয়ানপ্লাস ১২- র বিক্রি শুরু হতে পারে কবে? দাম কত হতে পারে এই ফোনের? রইল সম্ভাব্য স্পেসিফিকেশন
OnePlus Smartphones: ওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ১২আর ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। ২৩ জানুয়ারি 'Smooth Beyond Belief' এই ইভেন্টে লঞ্চ হবে ওয়ানপ্লাসের নতুন ফোন।
OnePlus 12 Series: ওয়ানপ্লাস ১২ (OnePlus 12) এবং ওয়ানপ্লাস ১২আর (OnePlus 12R) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে ২৩ জানুয়ারি। সম্প্রতি শোনা গিয়েছে, এই ফোনের বিক্রি শুরু হতে পারে ৩০ জানুয়ারি থেকে। টিপস্টার অভিষেক যাদব এমনটাই দাবি করেছেন। এর পাশাপাশি ওই টিপস্টার এক্স মাধ্যমে ফোনের দাম সম্পর্কেও আভাস দিয়েছেন। সেখানে বলা হয়েছে ওয়ানপ্লাস ১২ ফোনের বেস ভ্যারিয়েন্ট যা ১২ জিবি র্যাম যুক্ত, তার দাম ৬৪,৯৯৯ টাকা হতে পারে। এছাড়াও ১৬ জিবি র্যাম যুক্ত মডেলের দাম ৬৯,৯৯৯ টাকা হতে পারে। আর ওয়ানপ্লাস ১২আর ফোনের বিক্রি ফেব্রুয়ারি মাসে শুরু হবে বলে শোনা যাচ্ছে। এই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, ওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ১২আর ফোনের সঙ্গে ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস বাডস ৩- এই ইয়ারবাডসটিও। ওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ১২আর ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। ২৩ জানুয়ারি 'Smooth Beyond Belief' এই ইভেন্টে লঞ্চ হবে ওয়ানপ্লাসের নতুন ফোন।
ওয়ানপ্লাস ১২ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে, একনজরে দেখে নেওয়া যাক
অনুমান চিনের ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতীয় মডেলের মিল থাকবে। শোনা যাচ্ছে, চিনে লঞ্চ হওয়া ফোনের মতো ভারতীয় মডেলেও থাকতে চলেছে Android 14-based ColorOS 14- এর সাপোর্ট। এছাড়াও ৬.৮২ ইঞ্চির QHD+ (1,440 x 3,168 pixels) LTPO OLED স্ক্রিন থাকতে পারে এই ফোনে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। ওয়ানপ্লাস ১২ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে একটি ৪এনএম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ২৪ জিবি পর্যন্ত LPDDR5X RAM যুক্ত থাকতে পারে।
ওয়ানপ্লাস ১২ ফোনে Hasselblad ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। এটি একটি Sony LYT-808 সেনসর হতে পারে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকতে পারে। এই ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। এই ফোনে ১ টিবি UFS 4 ইনবিল্ট স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ওয়ানপ্লাস ১২ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে একটি ৫৪০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এছাড়াও ১০০ ওয়াটের SuperVOOC চার্জিং, ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে।
আরও পড়ুন- ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, আর কী কী ফিচার থাকতে পারে মোটো জি২৪ ফোনে?