OnePlus Phones: বছরশেষে ওয়ানপ্লাসের চমক, শক্তিশালী ব্যাটারি নিয়ে হাজির নতুন ফোন, রয়েছে দারুণ অফারও
OnePlus 15R: এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

OnePlus Phones: ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ১৫আর ফোন। এই ফোনে রয়েছে কোয়ালকমের একটি ৩ এনএম স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ চিপ। এছাড়াও রয়েছে ৭৪০০ এমএএইচের শক্তিশালী সিলিকন কার্বন ব্যাটারি সাপোর্ট। এর সঙ্গে পাওয়া যাবে ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসরও রয়েছে এই রেয়ার ক্যামেরা মডিউলে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ওয়ানপ্লাস ১৫আর ফোনে রয়েছে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি (সর্বোচ্চ) ইনবিল্ট স্টোরেজ সাপোর্ট।
ভারতে ওয়ানপ্লাস ১৫আর ফোনের দাম
এই ফোনের ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৪৭,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত একটি মডেল। তার দাম ৫২,৯৯৯ টাকা। প্রি-অর্ডার করা যাবে এই ফোনের জন্য। এখনই করতে পারেন প্রি-অর্ডার। বিক্রি শুরু পরের সপ্তাহ থেকে। অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে ওয়ানপ্লাস ১৫আর ফোনের ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম কমে হবে ৪৪,৯৯৯ টাকা এবং ৫১২ জিবি স্টোরেজ মডেল কিনতে পারবেন ৪৭,৯৯৯ টাকায়। অর্থাৎ বেস মডেলে ৩০০০ টাকা এবং আরেকটি ভ্যারিয়েন্টে ৫০০০ টাকা ব্যাঙ্ক অফার পেতে পারেন ক্রেতারা। ২২ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ভারতে ওয়ানপ্লাস ১৫আর ফোনের বিক্রি শুরু হবে। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ওয়ানপ্লাস ইন্ডিয়া অনলাইন স্টোর থেকে। অফলাইনেও পাওয়া যাবে এই ফোন। চারকোল ব্ল্যাক, মিন্ট ব্রিজ এবং ইলেকট্রিক ভায়োলেট- এই তিন রঙে বা শেডে ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ১৫আর ফোন।
ওয়ানপ্লাস ১৫আর ফোনে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। এটি একটি AMOLED ডিসপ্লে। এর উপরে সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass 7i- এর আস্তরণ। এছাড়াও এই ফোনের স্ক্রিনে রয়েছে Sun Display ফিচারের সাপোর্ট। তার ফলে রোদের মধ্যেই ফোনের ডিসপ্লে দেখতে কোনও অসুবিধা হবে না। এর পাশাপাশি, এই ফোনে ইউজাররা পাবেন Android 16- র সাপোর্ট। এছাড়াও ওয়ানপ্লাস ১৫আর ফোনে রয়েছে ডুয়াল সিমের সাপোর্ট। এটি একটি dust and water resistance ডিভাইস। অর্থাৎ ওয়ানপ্লাস ১৫আর ফোন সহজে ধুলো এবং জলে নষ্ট হবে না।






















