December Smartphone Launch: ডিসেম্বর মাসে কোন কোন স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে? রইল তালিকা
Upcoming Smartphones: ওয়ানপ্লাস নর্ড সিরিজের আরও একটি ফোন ওয়ানপ্লাস নর্ড ৩ ভারতে দ্রুত লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই ফোনে ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
Smartphones: ডিসেম্বর মাসে একাধিক ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে। বিভিন্ন দামের একাধিক স্মার্টফোন (Smartphones) লঞ্চ হবে দেশে। তালিকায় রয়েছে একাধিক জনপ্রিয় সংস্থার নাম। একনজরে দেখে নেওয়া যাক ভারতে ডিসেম্বর মাসে কী কী ফোন লঞ্চ হতে চলেছে।
ইনফিনিক্স হট ২০
ইনফিনিক্স সংস্থা ভারতে বাজেট ফ্রেন্ডলি ৫জি ফোন লঞ্চ করতে চলেছে। পয়লা ডিসেম্বরেই ইনফিনিক্স হট ২০ ফোন লঞ্চ হবে ভারতে। বিভিন্ন রিপোর্টে শোনা গিয়েছে ইনফিনিক্স হট ২০ ৫জি ফোন দেশে বিক্রি হতে পারে ১২ হাজার টাকার আশপাশে। ইনফিনিক্স হট ২০ সিরিজের প্রো মডেলও লঞ্চের সম্ভাবনা রয়েছে।
ওয়ানপ্লাস ১১ লাইন আপ
ওয়ানপ্লাসের আগামী ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস ১১ খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। অন্য কোনও দেশে, এমনকি ভারতে লঞ্চের আগেও চিনে লঞ্চ হবে ওয়ানপ্লাস ১১ সিরিজ। শোনা যাচ্ছে, ভারত এবং অন্যান্য দেশে ওয়ানপ্লাস ১১ ফোন অন্তত দুটো রঙে লঞ্চ হতে পারে। ম্যাট ব্ল্যাক এবং গ্লসি গ্রিন- এই দুই রঙে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ১১ ফোন। চিনে লঞ্চের পর ভারত এবং বিশ্বের অন্যান্য দেশে ওয়ানপ্লাস ১১ সিরিজ লঞ্চ হবে।
ওয়ানপ্লাস নর্ড ৩
ওয়ানপ্লাস নর্ড সিরিজের আরও একটি ফোন ওয়ানপ্লাস নর্ড ৩ ভারতে দ্রুত লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই ফোনে ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি AMOLED ডিসপ্লে। ওয়ানপ্লাস নর্ড ৩ ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ প্রসেসর থাকতে পারে।
মোট এক্স৪০
মোটোরোলা সংস্থা অবশ্য তাদের ফোন মোটো এক্স৪০ লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে যে টিজার প্রকাশ্যে এসেছে তার থেকে বোঝা যাচ্ছে যে মোটো এক্স৪০ ফোন চিনে খুব দ্রুত লঞ্চ হতে চলেছে এবং তারপর ভারতে লঞ্চ হবে এই ফোন।
রিয়েলমি ১০ প্রো সিরিজ
ভারতে রিয়েলমি ১০ প্রো সিরিজ লঞ্চ হতে চলেছে আগামী ৮ ডিসেম্বর। এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে রিয়েলমি ১০ প্রো এবং রিয়েলমি ১০ প্রো প্লাস- এই দুই ফোন। সম্প্রতি রিয়েলমি সংস্থা ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ ট্যুইটারে রিয়েলমি ১০ প্রো প্লাস ফোনের দাম সম্পর্কে আভাস দিয়েছেন। মাধব শেঠের ট্যুইটে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে রিয়েলমি ১০ প্রো সিরিজের এই প্রিমিয়াম ফোনের দাম ২৫ হাজার টাকার মধ্যেই হবে। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে রিয়েলমি ১০ প্রো প্লাস ফোনে থাকতে চলেছে একটি কার্ভড ডিসপ্লে। চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে রিয়েলমি ১০ প্রো প্লাস ফোন। এর পাশাপাশি রিয়েলমি ১০ প্রো ফোনও চিনে লঞ্চ হয়েছে।
আরও পড়ুন- ফের পিছিয়ে যেতে পারে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের লঞ্চ, কিন্তু কেন?