Oppo A74 5G phone: ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫০০০mAh ব্যাটারিযুক্ত নতুন দুর্দান্ত ৫জি ফোন Oppo-র
ওপো এ৭৪ সিরিজের ফোন পাওয়া যাচ্ছে ৪জি এবং ৫জি দুটিতেই ৷ ৫জি-তে থাকছে কোয়াড রেয়ার ক্যামেরা, ৫০০০mAh ব্যাটারি এবং কোয়ালকম স্ন্যাপড্র্যাগন প্রসেসর, যাতে ৫জি কানেক্টিভিটি পাওয়া যায় ৷ পাশাপাশি ওপোর এ৭৪ ৪জি ফোনটিতে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ৷ ৫০০০mAh ব্যাটারি এবং অ্যামোলেড ডিসপ্লে ৷ দুটি ফোনেই ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট করে ৷
কলকাতা: ওপোর স্মার্টফোন মানেই কিছু না কিছু নতুনত্ব থাকে ৷ গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই এবার বাজারে আসছে সংস্থার A সিরিজের নতুন স্মার্টফোন Oppo A74 4G এবং Oppo A74 5G ৷ এর আগে লঞ্চ হয়েছিল সংস্থার A73 সিরিজের ফোন ৷ সেই সিরিজের সাফল্যের পরেই এবার নতুন এ৭৪ সিরিজ বাজারে লঞ্চ করল ওপো ৷ যা এখন পাওয়া যাচ্ছে শুঝুমাত্র থাইল্যান্ড, ফিলিপিন্স এবং কম্বোডিয়ার মতো কিছু দেশেই ৷ ওপো এ৭৪ সিরিজের ফোন পাওয়া যাচ্ছে ৪জি এবং ৫জি দুটিতেই ৷ ৫জি-তে থাকছে কোয়াড রেয়ার ক্যামেরা, ৫০০০mAh ব্যাটারি এবং কোয়ালকম স্ন্যাপড্র্যাগন প্রসেসর, যাতে ৫জি কানেক্টিভিটি পাওয়া যায় ৷ পাশাপাশি ওপোর এ৭৪ ৪জি ফোনটিতে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ৷ ৫০০০mAh ব্যাটারি এবং অ্যামোলেড ডিসপ্লে ৷ দুটি ফোনেই ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট করে ৷ ঠিক কবে গোটা বিশ্বের বাজারে পাওয়া যাবে এই দুটি ফোন ৷ সে বিষয়টি এখনও পরিষ্কার করে জানায়নি সংস্থা ৷ তবে এরই মধ্যে ভারতে এফ সিরিজের F19 ফোনটি লঞ্চ করেছে ওপো ৷
Oppo A74 4G, Oppo A74 5G ফোনের ফিচার্স-
১. ডুয়াল সিমের এই ফোনে (৪জি) রয়েছে Android ১১ এবং Color OS ১১.১। ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে। রিফ্রেশ রেট 60Hz। ৫জি ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, রিফ্রেশ রেট 90Hz। Oppo A74 ৪জি ফোনে রয়েছে Snapdragon 662 SoC। ৫জি মডেলে রয়েছে Snapdragon 480 SoC। এই ফোনে রয়েছে ৬জিবি LPDDR4X র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও এক্সপ্যান্ডেবল Micro SD কার্ড।
২. Oppo A74 ৪জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর, ২ মাগেপিক্সেলের ম্যাক্রো শুটার। ৫জি মডেলে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। এইসব ফিচারের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেনসর। দু’টি ফোনেই রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
৩. কানেকটিভিটি অপশনের ক্ষেত্রে থাকছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, জিপিএস, USB Type C পোর্ট। ৪জি ভ্যারিয়েন্টের ব্যাটারি ৫,০০০mAh। সেই সঙ্গে থাকছে ৩৩W ফাস্ট চার্জিং। পাশাপাশি ৫জি ভ্যারিয়েন্টে রয়েছে ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট।