Oppo Enco X2: ভারতে লঞ্চ হবে ওপ্পো এনকো এক্স২, এই ইয়ারবাডসের সম্ভাব্য ফিচারগুলো দেখে নিন
TWS Earbuds: ১৮ জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো এনকো এক্স২ ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস।
Oppo Earbuds: ভারতে ওপ্পো রেনো ৮ সিরিজ (Oppo Reno 8 Series) এবং ওপ্পো প্যাড এয়ার (Oppo Pad Air) ট্যাবলেটের সঙ্গে লঞ্চ হতে চলেছে আরও একটি ডিভাইস। জানা গিয়েছে, ১৮ জুলাই ভারতে লঞ্চ হবে ওপ্পো এনকো এক্স২ ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস (Oppo Enco X2 TWS Earbuds)। চলতি বছর ফেব্রুয়ারি মাসে এই অডিও ডিভাইস লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটে। বলা হচ্ছে, ওপ্পো এনকো এক্স ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসের সাকসেসর হল এই নতুন ইয়ারবাডস। জানা গিয়েছে, ওপ্পোর আসন্ন এই ইয়ারবাডসের থাকবে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার। ৪৫ ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্যানসেলেশন ডেপথ থাকবে এই ফিচারের সাপোর্ট। ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ওপ্পো এনকো এক্স২ ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস। ভারতে এই অডিও ডিভাইসের দাম কত হতে পারে তা এখনও ঘোষণা করেনি চিনের সংস্থা ওপ্পো। তবে এই ইয়ারবাডস যে ভারতে লঞ্চ হবে তা ওপ্পো সংস্থার তরফে নিশ্চিত ভাবে ঘোষণা করা হয়েছে।
শোনা যাচ্ছে, ওপ্পোর আসন্ন এই ইয়ারবাডসে থাকতে পারে হাই রেজোলিশনের অডিও সাপোর্ট। তার সঙ্গে ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি থাকার কথা রয়েছে। ওপ্পো সংস্থা জানিয়েছে, মূলত ভ্লগার এবং কনটেন্ট ক্রিয়েটরদের কথা মাথায় রেখেই বাজারে এই নতুন ইয়ারবাডস লঞ্চ করতে চলেছে তারা।
ওপ্পো প্যাড এয়ার- এই ট্যাবের সম্ভাব্য স্পেসিফিকেশনগুলো একঝলকে দেখে নিন
এই ট্যাবে থাকতে পারে আন্ড্রয়েড ১২- এর সাপোর্ট। এছাড়াও থাকতে পারে ColorOS সাপোর্ট। এই ট্যাবে একটি ১০.৩৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই ট্যাবে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৬ জিবি পর্যন্ত LPDDR4x র্যাম। ক্যামেরা ফিচারের দিক থেকে ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। এই ট্যাবে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত এই স্টোরেজ বাড়ানো সম্ভব। ওপ্পো প্যাড এয়ার- এই ট্যাবে একটি ৭১০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোরট থাকতে পারে। তাছাড়াও থাকতে পারে কোয়াড স্পিকার, যেখানে আবার ভাল সাউন্ড এক্সপিরিয়েন্সের জন্য ডলবি আটমোস সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ভারতে হাজির শাওমির নতুন স্মার্ট স্পিকার, ব্যবহার করা যাবে রিমোটের মতো