(Source: ECI/ABP News/ABP Majha)
Oppo F27 5G: ওপ্পোর নতুন ফোন আসছে ভারতে, ৫জি মডেলের দাম কত হতে পারে?
Oppo Phones: এই ফোনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা এনসর। এর পাশাপাশি ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট থাকতে পারে ওপ্পো এফ২৭ ৫জি ফোনে।
Oppo F27 5G: ওপ্পো এফ২৭ ৫জি ফোন (Oppo F27 5G) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। কিন্তু খুব বেশি দেরি নেই এমনই অনুমান। ফোন লঞ্চের নির্দিষ্ট তারিখ এবং সময় প্রকাশ্যে না এলেও ওপ্পো 'এফ' সিরিজের (Oppo F Series Phone) আসন্ন ৫জি ফোনের (5G Phone) দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। জানা গিয়েছে দুটো র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো এফ২৭ প্রো ৫জি ফোন। এই ফোনে সম্ভবত থাকতে চলেছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। এছাড়াও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা এনসর। এর পাশাপাশি ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট থাকতে পারে ওপ্পো এফ২৭ ৫জি ফোনে।
ভারতে এই ফোনের দাম কত হতে পারে (যা ফাঁস হয়েছে)
ওপ্পো এফ২৭ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে হতে পারে ২২,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৪,৯৯৯ টাকা। কমলা এবং সবুজ রঙের শেডে এই ফোন দেশে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এইসব তথ্য বিভিন্ন সূত্রে ফাঁস হয়েছে। ওপ্পো সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।
কী কী ফিচার থাকতে পারে ওপ্পো এফ২৭ ৫জি ফোনে
- অ্যান্ড্রয়েড ১৪ বেসড ColorOS 14- এর সাপোর্টে পরিচালিত হতে পারে এই ফোন। এআই যুক্ত একাধিক ক্যামেরা ফিচার থাকতে পারে এই ফোনে।
- এখানে থাকতে পারে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
- ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৪৫ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে এই ফোনে।
- এই ফোন একটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে বলে জানা গিয়েছে। থাকতে পারে ডুয়াল স্পিকার।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসা 'স্প্যাম মেসেজ' ডিলিট করে দেবে অ্যাপ, আরও বাড়বে ইউজারদের নিরাপত্তা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।