Oppo Phones: ওপ্পো এফ৩১ ৫জি সিরিজ হাজির ভারতে, সব ফোনে রয়েছে 7000 mAh ব্যাটারি, 50 MP ক্যামেরা
Oppo F31 5G Series: এই সিরিজের তিন ফোনেই রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর ছাড়া রয়েছে রয়েছে ২ মেগাপিক্সেলের মোনোক্রোম লেন্স এবং ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেনসর।

Oppo Phones: ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এফ৩১ ৫জি সিরিজ (Oppo F31 5G Series)। এই স্মার্টফোন সিরিজের সমস্ত ফোনে ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি রয়েছে। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, যার সঙ্গে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। ওপ্পো এফ৩১ ৫জি (Oppo F31 5G), ওপ্পো এফ৩১ প্রো ৫জি (Oppo F31 Pro 5G) এবং ওপ্পো এফ৩১ প্রো প্লাস ৫জি (Oppo F31 Pro Plus 5G) - এই তিনটি ফোন লঞ্চ হয়েছে। এই তিন ফোনেই রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর ছাড়া রয়েছে রয়েছে ২ মেগাপিক্সেলের মোনোক্রোম লেন্স এবং ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেনসর।
ভারতে ওপ্পো এফ৩১ ৫জি সিরিজের ফোনগুলি দাম কত এবং কবে থেকে, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে লঞ্চ হয়েছে, জেনে নিন
- ওপ্পো এফ৩১ ৫জি ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৪,৯৯৯ টাকা। মিডনাইট ব্লু, ক্লাউড গ্রিন এবং ব্লুম রেড- এই তিন রঙে লঞ্চ হয়েছে ওপ্পো এফ৩১ ৫জি ফোন।
- ওপ্পো এফ৩১ প্রো ৫জি ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৬,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল রয়েছে তার দাম ৩০,৯৯৯ টাকা। ডেজার্ট গোল্ড এবং স্পেস গ্রে রঙে এই ফোন লঞ্চ হয়েছে।
- ওপ্পো এফ৩১ প্রো প্লাস ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত একটি মডেলও রয়েছে যার দাম ৩৪,৯৯৯ টাকা। জেমস্টোন ব্লু, হিমালয়ান হোয়াইট এবং ফেস্টিভ পিঙ্ক- এই দুই রঙে লঞ্চ হয়েছে এই ফোন।
ওপ্পো এফ৩১ প্রো ৫জি এবং ওপ্পো এফ৩১ প্রো প্লাস ৫জি- এই দুই ফোনের বিক্রি শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। বিভিন্ন অফলাইন রিটেল স্টোর, ওপ্পোর অফিশিয়াল অনলাইন স্টোর, ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে এই দুই ফোন কেনা যাবে। অন্যদিকে, ওপ্পো এফ৩১ ৫জি ফোনের বিক্রি শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে। একই জায়গা থেক একেনা যাবে ওপ্পো এফ৩১ ৫জি সিরিজের এই বেস অর্থাৎ ভ্যানিলা মডেল।






















