Oppo Find N2 Flip: ভারতে আসছে ওপ্পোর ফোল্ডেবল ফোন, কবে লঞ্চ হতে পারে ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ?
Oppo Smartphone: ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনে রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
Oppo Foldable Phone: ওপ্পোর নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ (Oppo Find N2 Flip) ফোন গতবছর ডিসেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল। একই সঙ্গে লঞ্চ হয়েছিল ওপো ফাইন্ড এন২। শোনা যাচ্ছে, ওপ্পো ফাইন্ড এন্ড২ ফ্লিপ ফোন ভারতে লঞ্চ হতে পারে ফেব্রুয়ারি মাসেই। ওপ্পোর এই ফোল্ডেবল (Oppo Foldable Phone) ফোন বিশ্বের অন্যান্য দেশেও লঞ্চের সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেওয়া যাক ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনে কী কী ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে।
ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে একটি ৬.৮ ইঞ্চির প্রাইমারি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে একটি ৩.৬২ ইঞ্চির কভার ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ৬০ হার্টজ।
- ওপ্পোর এই ফোল্ডেবল ফোন লঞ্চ হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেম ColorOS 13.0- এর সাহায্যে। এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০+ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে।
- ক্যামেরা ফিচারেও থাকতে পারে চমক। ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনে রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ৯০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ থাকতে পারে এই ক্যামেরা এই ক্যামেরা সেনসরে।
- এই ফোনে একটি ৪৩০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট থাকতে পারে।
Vivo Y100: ভিভো ওয়াই১০০ (Vivo Y100) ফোন ভারতে লঞ্চ হতে পারে ফেব্রুয়ারি মাসের শেষভাগে বা আগামী মাসে। শোনা গিয়েছে, ভিভো ওয়াই১০০ ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি প্রসেসর থাকতে পারে। এছাড়াও শোনা যাচ্ছে, অ্যান্ড্রয়েড ১৩- র (Android 13) সাপোর্ট থাকতে পারে ভিভো ওয়াই১০০ ফোনে। স্লিম ডিজাইন এবং হাল্কা ওজন নিয়ে ভারতে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series Smartphone) এই স্মার্টফোন। এছাড়াও ভিভো ওয়াই১০০ ফোনে থাকতে পারে কালার চেঞ্জিং রেয়ার প্যানেল। এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে থাকতে পারে LED ফ্ল্যাশ। ফোনের পিছনের অংশ উপরের বাঁদিকে দুটো গোলাকার ইউনিটের মধ্যে থাকতে পারে ক্যামেরা সেনসর। ভিভো ওয়াই১০০ ফোনে দুটো কালার চেঞ্জিং অপশনে রেয়ার প্যানেল থাকতে পারে- কালো এবং সোনালি। সম্ভবত এই ফোনই প্রথম ভিভো ফোন হতে চলেছে যেখানে রেয়ার প্যানেলে দুটো কালার চেঞ্জিং অপশন থাকতে পারে।
আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজ লঞ্চের পরেই ভারতে দাম কমেছে স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনের