Oppo Smartphones: নতুন রঙে, নয়া র্যাম-স্টোরেজে ভারতে হাজির ওপ্পো রেনো সিরিজের ফোন, দাম কত?
Oppo Phones: স্কাই ব্লু রঙে ওপ্পো রেনো ১৩ ৫জি ফোন লঞ্চ হয়েছে। এই ফোনের ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৩,৯৯৯ টাকা।

Oppo Smartphones: ওপ্পো রেনো সিরিজের ফোন অনেকেরই পছন্দ ক্যামেরা এবং প্রসেসরের জন্য। আর এই দুই ফিচারের সঙ্গে যদি অতিরিক্ত স্টোরেজও পাওয়া যায়, তাহলে মন্দ হবে না। ওপ্পো রেনো ১৩ ৫জি ফোন নতুন রঙে এবং নতুন র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে ভারতে। এর আগে ভারতে ওপ্পো রেনো ১৩ ৫জি ফোন লঞ্চ হয়েছিল দুটো রঙে। সেখানে ছিল ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। এবার স্কাই ব্লু রঙে এবং ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে ওপ্পোর এই ফোন। এখানে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ওপ্পোর এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে।
ওপ্পো রেনো ১৩ ৫জি ফোনের নতুন র্যাম ও স্টোরেজ এবং রঙের ভ্যারিয়েন্টের দাম কত
স্কাই ব্লু রঙে ওপ্পো রেনো ১৩ ৫জি ফোন লঞ্চ হয়েছে। এই ফোনের ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৩,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত একটি মডেল রয়েছে, যার দাম ৩৯,৯৯৯ টাকা। আগামী ২০ মার্চ থেকে বিক্রি শুরু হবে এই ফোনের। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং ওপ্পো ই-স্টোর থেকে। এছাড়া অফলাইনেও দেশের বিভিন্ন রিটেল আউটলেট থেকে কেনা যাবে এই ফোন।
ওপ্পো রেনো ১৩ ৫জি ফোন এর আগে লঞ্চ হয়েছিল আইভরি হোয়াইট এবং লুমিনাস ব্লু রঙে। এর আগে এই ফোন লঞ্চ হয়েছিল ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। ফোনের দাম শুরু হয়েছিল ৩৭,৯৯৯ টাকা থেকে। জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল ওপ্পোর এই ফোন।
অন্যদিকে ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো এফ২৯ ৫জি সিরিজ। এই স্মার্টফোন সিরিজে ওপ্পো এফ২৯ ৫জি এবং ওপ্পো এফ২৯ প্রো ৫জি- এই দুই ফোন লঞ্চ হতে চলেছে। আগামী ২০ মার্চ, দুপুর ১২টায় লঞ্চ হতে চলেছে ওপ্পো সংস্থার এই দুই ফোন। ওপ্পো সংস্থা এক্স মাধ্যমে এমনটাই ঘোষণা করেছে। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং অ্যামাজন ও ওপ্পো ইন্ডিয়ার ই-স্টোর থেকে। ওপ্পো এফ২৯ ৫জি এবং ওপ্পো এফ২৯ প্রো ৫জি- দুটো ফোনই ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। জলের তলার ছবি তোলা যাবে এই ফোনগুলি দিয়ে।






















