Oppo Reno 8Z 5G: শীঘ্রই ভারতে লঞ্চ হবে, জেনে নিন ফোনের সব ফিচার ও দাম
Oppo Reno 8Z 5G: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। এবার কোম্পানির নতুন স্মার্টফোন Oppo Reno 8Z 5G লঞ্চ করল কোম্পানি।
Oppo Reno 8Z 5G: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। এবার কোম্পানির নতুন স্মার্টফোন Oppo Reno 8Z 5G লঞ্চ করল কোম্পানি। অটো সাইটগুলির মতে, শীঘ্রই এই ফোন ভারতের বাজারে লঞ্চ করতে পারে ওপ্পো। ইতিমধ্যেই ফোনের অনেক ফিচার মিডিয়া রিপোর্টের মাধ্যমে ফাঁস হয়েছে।
Oppo Reno 8Z 5G: কী রয়েছে ফোনে ?
Oppo Reno 8Z 5G ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এতে পাবেন 64 এমপি প্রধান ব্যাক ক্যামেরা ও 2 এমপি দ্বিতীয় ক্যামেরা। ফ্ল্যাশ লাইট সহ 2 এমপির তৃতীয় ক্যামেরা রয়েছে ফোনে। এছাড়াও ফোনে একটি 16 এমপি ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি ডনলাইট গোল্ড ও স্টারলাইট ব্ল্যাক রঙে লঞ্চ করা হয়েছে। ফোনের অন্যান্য স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে জেনে নিন।
Oppo Reno 8Z 5G এর স্পেসিফিকেশন
কোম্পানি Oppo Reno 8Z 5G ফোনে Qualcomm Snapdragon 695 প্রসেসর ইনস্টল করেছে।
Oppo Reno 8Z 5G ফোনে একটি 6.43-ইঞ্চি স্ক্রিন সহ একটি ফুল HD+ ডিসপ্লে রয়েছে, যা 2,400 x 1,080 পিক্সেলের রেজোলিউশন দেবে। এছাড়াও, ফোনটির রিফ্রেশ রেট 60 HZ।
Oppo Reno 8Z 5G ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে।
এতে পাবেন 64 এমপি প্রধান ব্যাক ক্যামেরা ও 2 এমপি দ্বিতীয় ক্যামেরা ও ফ্ল্যাশ লাইট সহ 2 এমপির তৃতীয় ক্যামেরা।
এছাড়াও ফোনে একটি 16 এমপি ফ্রন্ট ক্যামেরা পাওয়া যায়।
RAM ও অভ্যন্তরীণ স্টোরেজ সম্পর্কে কথা বলতে গেলে Oppo Reno 8Z 5G ফোনে 8 GB RAM ও 128 GB অভ্যন্তরীণ স্টোরেজ রয়েছে।
এছাড়া মেমরি কার্ডের মাধ্যমে 1 টিবি পর্যন্ত এক্সটার্নাল মেমোরির অপশনও দেওয়া হয়েছে।
Oppo Reno 8Z 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক ColorOS 12.1 OS সহ পেশ করা হয়েছে।
Oppo Reno 8Z 5G-এ রয়েছে 4,500 mAh ব্যাটারি।
এটি চার্জ করতে, 33 ওয়াট দ্রুত চার্জিং সমর্থিত।
Oppo Reno 8Z 5G একটি 5G স্মার্টফোন।
এর পাশাপাশি এটি 4G, 3G এবং 2G নেটওয়ার্কে কাজ করতে সক্ষম।
Oppo Reno 8Z 5G ফোনে ডুয়াল সিম, 3.5 মিমি জ্যাক, ওয়াই-ফাই এবং ব্লুটুথ 5.1-এর মতো সমস্ত বৈশিষ্ট্যও দেওয়া হয়েছে।
Oppo Reno 8Z 5G মূল্য
Oppo Reno 8Z 5G এর দাম ভারতীয় মুদ্রা অনুযায়ী প্রায় 28,600 টাকা। ডনলাইট গোল্ড ও স্টারলাইট ব্ল্যাক রঙে এই ফোনটি লঞ্চ করেছে Oppo।
আরও পড়ুন : Royal Enfield Hunter 350: প্রকাশ্যে এল রয়্যাল এনফিল্ড হান্টার, কী দেওয়া হয়েছে বাইকে ?