Poco Smartphone: পোকো 'সি' সিরিজের নতুন ফোন চলতি মাসেই লঞ্চ হতে চলেছে ভারতে, কোন মডেল লঞ্চ হবে?
Poco C65: নভেম্বর মাসে গ্লোবাল মার্কেটে এই ফোন লঞ্চ হয়েছে। এবার আসছে ভারতের বাজারে।
Poco Smartphone: পোকো সি৬৫ (Poco C65) ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে নভেম্বর মাসে। এবার সেই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ১৫ ডিসেম্বর পোকো সি৬৫ ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এক্স মাধ্যমে পোকো ইন্ডিয়ার (Poco India) তরফে একথা জানানো হয়েছে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে পোকো সি৬৫ ফোন কেনা যাবে। পার্পল কালার অর্থাৎ বেগুনি রঙে এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ফোনের রেয়ার প্যানেলের ডিজাইন পোকো সি৬৫ ফোনের ব্যাক প্যানেলের মতোই হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে।
গ্লোবাল মার্কেটে পোকো সি৬৫ ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ভারতীয় মুদ্রায় আনুমানিক ১০,৭০০ টাকায়। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম গ্লোবাল মার্কেটে আনুমানিক ১২,৪০০ টাকা। কালো, নীল এবং পার্পল শেডে পোকো সি৬৫ ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এই গোবাল ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতে লঞ্চ হতে চলা ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ও ডিজাইনে মিল থাকবে বলে অনুমান। এছাড়াও গ্লোবাল ভ্যারিয়েন্টের সঙ্গে দামেরও মিল থাকবে বলে মনে করা হচ্ছে।
পোকো সি৬৫ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশ যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- পোকো সংস্থার এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে।
- এই ফোনের ইনবিল্ট স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এখানে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ বেসড MIUI 14- এর সাপোর্ট।
- পোকো সি৬৫ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসররয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- মাইক্রো ইউএসবি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া যাবে। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। কানেক্টিভিটি অপশন হিসেবে 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, জিপিএস এবগ গ্লোনাসের সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- ভারতে আসছে পোকোর নতুন ফোন, রেডমির পুরনো মডেলই নতুন রূপে লঞ্চ করতে চলেছে সংস্থা