Poco Smartphones: ভারতে আসছে পোকোর নতুন ফোন, রেডমির পুরনো মডেলই নতুন রূপে লঞ্চ করতে চলেছে সংস্থা
Smartphones: রেডমি ১৩সি ৫জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে বলে এই ফোনের সঙ্গে পোকো এম৬ ৫জি ফোনের অনেক মিল থাকবে বলে অনুমান।
Poco Smartphones: ভারত-সহ বিশ্বের একাধিক দেশে লঞ্চ হতে চলেছে পোকো (Poco) সংস্থার নতুন ফোন পোকো এম৬ ৫জি (Poco M6 5G)। প্রসঙ্গত উল্লেখ্য, শোনা যাচ্ছে এই ফোন রেডমি ১৩সি ৫জি (Redmi 13C 5G) মডেলের রিব্র্যান্ডেড ভার্সান। আর রেডমির এই ফোন সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে। রেডমির এই ফোনে দাম আন্দাজে রয়েছে বেশ ভাল ফিচার এবং স্পেসিফিকেশন। লুক এবং ডিজাইনের দিক থেকেও রেডমি ১৩সি ৫জি ফোন বেশ আকর্ষণীয়। অন্যদিকে ভারতে পোকো এম৬ ৫জি ফোন ভারতে লঞ্চ হবে শোনা গেলেও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। এর পাশাপাশি পোকোর ফোনের ফিচার, স্পেসিফিকেশন, ডিজাইন- কিছুই প্রকাশ্যে আসেনি। তবে রেডমি ১৩সি ৫জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে বলে এই ফোনের সঙ্গে পোকো এম৬ ৫জি ফোনের অনেক মিল থাকবে।
রেডমি ১৩সি ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- এই ফোনে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে এবং তার উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন।
- রেডমির এই ৫জি ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর রয়েছে। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন।
- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে আর একটি সেকেন্ডারি সেনসর।
- এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের বাক্সে থাকছে ১০ ওয়াটের চার্জার।
- রেডমি ১৩সি ৫জি ফোনে কানেক্টিভিটি অপশন হিসেবে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট, Wi-Fi ac, Bluetooth 5.3 এইসব সাপোর্ট রয়েছে।
রেডমি ১৩সি ৫জি ফোনের দাম
রেডমি ১৩সি ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। এই ফোনেরই ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। রেডমি ১৩সি ৫জি ফোন কেনা যাবে ১৬ ডিসেম্বর থেকে। Mi.com, Xiaomi Retail এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। সেখানে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডের ক্রেতারা ফোন কিনলে অতিরিক্ত ১০০০ টাকা ছাড় পাবেন।
রেডমি ১৩সি ৪জি মডেলও ভারতে লঞ্চ হয়েছে। রেডমি ১৩সি ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। এই ফোনেরই ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা।