Realme GT 3: ভারতে দ্রুত লঞ্চ হতে পারে রিয়েলমি জিটি ৩ ফোন, থাকতে পারে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট
Smartphone: অনুমান করা হচ্ছে, রিয়েলমি জিটি ৩ ফোন আদতে রিয়েলমি জিটি নিও ৫ ফোনের rebadged ভার্সান হতে চলেছে। তাই এই দুই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং ডিজাইনে মিল থাকবে বলে মনে করা হচ্ছে।
Realme: রিয়েলমি (Realme) সংস্থা তাদের নতুন ফোন রিয়েলমি জিটি নিও ৫ (Realme GT Neo 5) চিনে লঞ্চ করতে চলেছে। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই ফোন ভারতের বাজারেও লঞ্চ হতে চলেছে। গ্লোবাল মার্কেটেও লঞ্চ হবে রিয়েলমির এই ফোন। তবে সেক্ষেত্রে ফোনের নাম হতে পারে রিয়েলমি জিটি ৩ (Realme GT 3)। এই ফোনে চমক থাকবে চার্জিং ফিচারে। ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে রিয়েলমি জিটি ৩ ফোনে। কারণ চিনে রিয়েলমি জিটি নিও ৫ ফোনে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকবে সেকথা ইতিমধ্যেই ঘোষণা করেছে রিয়েলমি সংস্থা।
অনুমান করা হচ্ছে, রিয়েলমি জিটি ৩ ফোন আদতে রিয়েলমি জিটি নিও ৫ ফোনের rebadged ভার্সান হতে চলেছে। তাই এই দুই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং ডিজাইনে মিল থাকবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আবার রিয়েলমি সংস্থা সম্প্রতি একটি ট্যুইটে রিয়েলমি জিটি ৫জি এবং রিয়েলমি জিটি ২- এই দুই ফোন লঞ্চের কথাও ঘোষণা করেছে।
রিয়েলমি জিটি নিও ৫ ফোনের ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে থাকতে চলেছে একটি ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে যেখানে 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। এছাড়াও ডিসপ্লের উপরে থাকবে হোল পাঞ্চ কাট আউট। সেখানে সেট করা থাকবে সেলফি ক্যামেরা সেনসর।
- রিয়েলমির এই ফোনে Sony IMX890 মেন ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার থাকবে। এই ফোনে একটি স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকতে পারে।
- দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে রিয়েলমি জিটি নিও ৫ ফোন। সেখানে একটি ভ্যারিয়েন্টে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। আর অন্য ভ্যারিয়েন্টে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।
Vivo V27 Series: ভিভো সংস্থা সম্ভবত ভারতে লঞ্চ করতে চলেছে ভি২৭ সিরিজ (Vivo V27 Series)। যদিও ভিভো সংস্থা এখনও এই স্মার্টফোন (Vivo Smartphone) লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে সূত্রের খবর, সম্ভবত আগামী মাসে ভিভো ভি২৭ সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে। ভিভো ভি২৫ সিরিজের সাকসেসর হিসেবে আসতে চলেছে নতুন স্মার্টফোন সিরিজ। ভিভো ভি২৭ সিরিজে দুটো প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। সেগুলি হল- ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো- এই দুই মডেল। এর মধ্যে ভিভো ভি২৭ ৫জি ফোনের দাম শুরু হতে পারে ৩৫ হাজার টাকার আশপাশ থেকে। অন্যদিকে ভিভো ভি২৭ প্রো ফোনের দাম শুরু হতে পারে ৪০ হাজার টাকার আশপাশে। ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো- এই দুই ফোন মার্চ মাসে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- লেখা দিলেই গান তৈরি করে দেবে AI,সুরকারদের কী হবে ?