Google MusicLM: লেখা দিলেই গান তৈরি করে দেবে AI,সুরকারদের কী হবে ?
Google introduces MusicLM: গানের সুর দিতে সমস্যা হবে না। সুরকার না থাকলেও তৈরি হয়ে যাবে গান।
Google introduces MusicLM: গানের সুর দিতে সমস্যা হবে না। সুরকার না থাকলেও তৈরি হয়ে যাবে গান। সম্প্রতি এমনই এক অত্যাধুনিক প্রযুক্তি গবেষণাপত্র সামনে এনেছে গুগল (Google)। যা চমকে দিয়েছে সারা বিশ্বকে।
OpenAI: উন্নত প্রযুক্তি এখন বড় চিন্তার কারণ ?
সম্প্রতি বদলে গিয়েছে প্রযুক্তিবিশ্ব। ChatGPT, DALL.E, GitHub-এর মতো OpenAI প্রযুক্তি সামনে আসেই খোদ বিপাকে পড়ে গিয়েছে গুগল। পরিস্থিতি সামাল দিতে নিজেই নতুন চ্যাটবট পরিষেবো নিয়ে এসেছে গুগল। যার নাম দেওয়া হয়েছে Google Bard। ওপেন এআই-এর চ্যাটজিপিটিকে কড়া টক্কর দিতেই এই নতুন পরিষেবা নিয়ে এসেছে কোম্পানি। এবার আরও এক ধাপ এগিয়ে নতুন ঘোষণা করল বিশ্বের এই টেক জায়ান্ট।
Google MusicLM: কী নতুন করেছে গুগল ?
কৃত্তিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এবার MusicLM তৈরি করেছে গুগল। কোম্পানি দাবি করেছে,এই এআই-চালিত টুল, টেক্সট থেকে সুর তৈরি করতে পারবে। তবে এখনও সাধারণ জনগণের জন্য প্রকাশ্যে আনা হয়নি এই টুল। সবে গবেষণাপত্র আকারে প্রকাশ করা হয়েছে MusicLM। যদিও কখন এই টুল সবার জন্য আনা হবে তা এখনও স্পষ্ট নয়।
Google introduces MusicLM: চ্যাটজিপিটি চিন্তা বাড়িয়েছে গুগলের
সম্প্রতি বিশ্বের কৃত্তিম বুদ্ধিমত্তার জগতে দুরন্ত গতিতে এগিয়েছে চ্যাটজিপিটি। ওপেন এআই-এর চ্যাটবট সামনে আনতেই চিন্তায় পড়ে যায় গুগল। মাত্র কয়েকদিনেই ১০ লক্ষের বেশি গ্রাহক হয়ে যায় এই চ্যাটবটেই। মূলত, গ্রাহকের প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দিতে সক্ষম এই প্রযুক্তি। যা গুগলের সার্চ ইঞ্জিনে সম্ভব নয়।
একবার কিছু প্রশ্ন করতেই আপনাকে সেই সম্পর্কে কিছু লিঙ্ক দেয় গুগল। সেখান থেকে নিজে পড়ে কোনও বিষয় সম্পর্কে ধারণা করতে হয় আমাদের। সেখানে চ্যাটচজিপিটির রোবট আপনাকে প্রতিটি বিষয় সম্পর্কে গবেষণাপত্রের মতো তথ্য় সরবরাহ করে। যা গুগলের সার্চ ইঞ্জিনের থেকে কয়েক ধাপ এগিয়ে। সম্প্রতি এই প্রযুক্তিগত অ্যাডভান্টেজ থেকেই এগিয়ে যায় চ্যাটজিপিট। সেই কারণেই বাজারে গুগল বার্ড এসেছে।
OpenAI: চলতি বছরেই ২১টি AI প্রোডাক্ট আনছে গুগল
মাইক্রোসফ্টের সঙ্গে প্রতিযোগিতার জন্য গুগল এখন এআই-চালিত সার্চ ইঞ্জিনের নিজস্ব সংস্করণ নিয়ে কাজ করছে। বাজারে তার প্রযুক্তিগত আধিপত্য বজায় রাখতেই এই কাজ করছে কোম্পানি। কিছু টেক সাইটের রিপোর্ট বলছে, Google I/O 2023-এর সময় প্রায় ২১ টি নতুন AI-ভিত্তিক পণ্য নিয়ে আসবে। যা চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
RBI Update: মোবাইল সামনে ধরলেই পড়বে কয়েন ! আপনার শহরে বসেছে এই যন্ত্র ?