Realme Smartphone: ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমির নতুন ফোন, থাকতে পারে ৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, কোন মডেল লঞ্চের সম্ভাবনা?
Realme C65: প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের অনুমান, রিয়েলমি সংস্থা তাদের 'সি' সিরিজের একটি ফোন লঞ্চ করতে পারে ভারতে। রিয়েলমি সি৬৫ লঞ্চের সম্ভাবনা রয়েছে।
Realme Smartphones: শোনা যাচ্ছে, ভারতে রিয়েলমির (Realme) একটি ফোন (Smartphone) লঞ্চ হবে যেখানে ৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ থাকবে। অনুমান করা হচ্ছে, হয়তো রিয়েলমি সি৬৫ (Realme C65) ফোন এই র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হবে। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৪ এপ্রিল রিয়েলমির এই ফোন ভিয়েতনামে লঞ্চ হবে। ভারতে এই ফোন লঞ্চ হবে কিনা, আর হলে কবে নাগাদ হতে পারে সেই প্রসঙ্গে কোনও তথ্যই এখনও জানা যায়নি। রিয়েলমি সংস্থার তরফেও আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি। তবে একটা বিষয় অনুমান করা হচ্ছে যে, রিয়েলমি সি৬৫ ফোন গ্লোবাল মার্কেটে যেভাবে লঞ্চ হবে সেই ভ্যারিয়েন্টই ভারতে লঞ্চ হতে পারে।
সম্প্রতি 91Mobiles Hindi- র একটি রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, রিয়েলমি সংস্থা ভারতে এমন একটি ফোন লঞ্চ করতে চলেছে যেখানে ৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। আর এই ফোনের দাম হতে পারে ১০ হাজার টাকার মধ্যে। অর্থাৎ রিয়েলমির এই ফোন একটি বাজেট সেগমেন্টের মডেল হতে চলেছে। রিয়েলমি সি৬৫ ফোন যদি লঞ্চ হয় তাহলে সেটি হবে রিয়েলমি সি৫৫ ফোনের সাকসেসর মডেল। ২০২৩ সাল অর্থাৎ গতবছর মার্চ মাসে রিয়েলমি সি৫৫ ফোন ভারতে লঞ্চ হয়েছিল। এই সেগমেন্টে এটিই ছিল প্রথম ফোন যেখানে ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ ছিল।
এর আগে রিয়েলমি সংস্থা জানিয়েছে ভিয়েতনামে রিয়েলমি সি৬৫ ফোন লঞ্চ হতে চলেছ গ্যালাক্সি ব্ল্যাক এবং বায়োলেট- এই দুই রঙে। সঙ্গে থাকবে শিমারিং গ্লসি ফিনিশ অর্থাৎ চকচকে ভাব। ভিয়েতনামের পাশাপাশি রিয়েলমি সি৬৫ ফোন লঞ্চ হতে চলেছে ফিলিপিন্স, মালয়েশিয়া, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ায়। এই ফোনে ডায়নামিক বাটন ফিচার এবং এয়ার জেসচার সাপোর্ট থাকবে সেকথা আগেই জানা গিয়েছে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে রিয়েলমি সি৬৫ ফোনে। এই ফোন ৭.৬৪ মিলিমিটার পুরু হতে পারে। ফোনের ডিসপ্লের উপরের দিকের বর্ডারের মাঝ-বরাবর একটি হোল পাঞ্চ কাট আউট থাকবে যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর যুক্ত থাকবে।
অন্যদিকে টিপস্টার সুধাংশু আম্ভোরে এক্স মাধ্যমে দাবি করেছিলেন রিয়েলমি সি৬৫ ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। আর থাকতে পারে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত IPS LCD স্ক্রিন যার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। একটি ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে রিয়েল সি৬৫ ফোনে।
আরও পড়ুন- ভারতে হাজির ওয়ানপ্লাস নর্ড সিই ৪, দাম কত এই ফোনের? কী কী ফিচার রয়েছে?