Realme Narzo N55: ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ২৯ মিনিটে, রিয়েলমি নারজো এন৫৫ ফোনের চার্জিং ফিচার কেমন?
Realme Smartphone: ১২ এপ্রিল ভারতে লঞ্চ হবে রিয়েলমি নারজো 'এন' সিরিজের প্রথম ফোন রিয়েলমি নারজো এন৫৫।
Realme Narzo Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি'র নতুন ফোন (New Realme Smartphone)। এবার লঞ্চ হবে রিয়েলমি এন৫৫ (Realme N55)। এই প্রথম রিয়েলমি সংস্থার 'এন' সিরিজের কোনও ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। আগামী ১২ এপ্রিল রিয়েলমি এন৫৫ ফোন ভারতে লঞ্চ হবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। রিয়েলমি সংস্থার আসন্ন এই ফোনের চার্জিং ফিচার প্রসঙ্গে সম্প্রতি বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট থাকবে রিয়েলমি এন৫৫ ফোনে। ব্যাটারি কেমন থাকবে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি এখনও। তবে শোনা যাচ্ছে, এই ফোনে ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ২৯ মিনিটে। এর পাশাপাশি শোনা গিয়েছে, রিয়েলমি নারজো এন৫৫ ফোনে থাকতে পারে ৩৩ ওয়াটের SUPERVOOC ওয়্যারড চার্জিং সাপোর্ট। ইউএসবি টাইপ-সি চার্জার দিয়ে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব হবে। যে দামে রিয়েলমি এন৫৫ ফোন লঞ্চ হতে চলেছে সেখানে এই ফোন ফাস্টেস্ট চার্জিং ফোন হতে চলেছে।
রিয়েলমি নারজো এন৫৫ ফোনের অন্যান্য সম্ভাব্য স্পেসিফিকেশন
- প্রাইম ব্লু রঙে রিয়েলমি নারজো এন৫৫ ফোন লঞ্চ হতে পারে। ফোনের ব্যাক বা রেয়ার প্যানেলে থাকতে পারে দুটো গোলাকার ক্যামেরা মডিউল। ফোনের রেয়ার প্যানেলের উপরের বাঁদিক বরাবর লম্বালম্বি সাজানো থাকবে এই ক্যামেরা মডিউল। এছাড়াও থাকতে চলেছে এলইডি ফ্ল্যাশ।
- ফোনের ব্যাক প্যানেলে থাকবে নারজো ব্র্যান্ড। ফোনের ডানদিকে থাকবে পাওয়ার এবং ভলিউম বাটন। এখনও রিয়েলমি এন৫৫ ফোনের দাম জানা যায়নি। লঞ্চের আগে এই ফোন সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে অনুমান করা হচ্ছে।
- প্রাইম ব্ল্যাক রঙেও লঞ্চ হতে পারে রিয়েলমি নারজো এন৫৫ ফোন। চারটি কনফিগারেশনে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই চারটি ভ্যারিয়েন্টে রিয়েলমি নারজো এন৫৫ ফোন লঞ্চ হতে পারে।
Vivo Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স৯০ সিরিজ (Vivo X90 Series)। এবছর এপ্রিল মাসের শেষে অর্থাৎ চলতি মাসের শেষে এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। এই সিরিজে থাকতে চলেছে ভিভো এক্স৯০ (Vivo X90) এবং ভিভো এক্স৯০ প্রো (Vivo X90 Pro) - এই দুই ফোন। চিনে গতবছর নভেম্বর মাসে এই দুই ফোন লঞ্চ হয়েছিল। গ্লোবাল মার্কেটেও এই দুই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। শোনা যাচ্ছে, আগামী ২৬ এপ্রিল এই দুই ফোন ভারতে লঞ্চ হতে পারে।
আরও পড়ুন- এত কম দামে আইফোন ১৪! ব্যাপক ছাড়ে পাওয়া যাচ্ছে ফ্লিপকার্টে