Realme Phones: জলের তলায় ছবি তোলা যাবে এই ফোনে, থাকবে লাইভ ফটো ফিচারও
Realme GT 7 Pro: রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনস, ৮ মেগাপিক্সেলের শুটার এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেনসর থাকবে।
Realme Phones: রিয়েলমি জিটি সিরিজের (Realme GT Series Phone) নতুন ফোন রিয়েলমি জিটি ৭ প্রো (Realme GT 7 Pro) ভারতে লঞ্চ হবে একথা আগেই জানিয়েছে সংস্থা। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে রিয়েলমি জিটি সিরিজের এই ফোন চিনে লঞ্চ হতে চলেছে আগামী ৪ নভেম্বর। অনুমান তারপরে হয়তো নভেম্বর মাসেই রিয়েলমি জিটি ৭ প্রো ফোন ভারতেও লঞ্চ হবে। রিয়েলমির আসন্ন এই ফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকবে বলে জানা গিয়েছে। এছাড়াও এই ফোনে থাকতে চলেছে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এবার রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের আনুষ্ঠানিক লঞ্চের আগে সংস্থা প্রকাশ্যে আনল এই ফোনের ক্যামেরা ফিচার। এই ফোনে ৬৫০০ এমএএইচ ব্যাটারি এবং একটি Samsung Eco 2 OLED Plus ডিসপ্লেও থাকতে চলেছে।
রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে বিভিন্ন বিশেষ ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে চলেছে
- এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে একটি শক্তিশালী এবং উন্নত ও আধুনিক টেলিফটো শুটার থাকবে বলে শোনা গিয়েছে।
- রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের ক্যামেরার সাহায্যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাবে। অর্থাৎ জলের তলায় ছবি তোলা যাবে এই ফোনের ক্যামেরার সাহায্যে। এর থেকে এটা স্পষ্ট যে রিয়েলমি জিটি ৭ প্রো ফোন একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস অবশ্যই হতে চলেছে।
- রিয়েলমির আসন্ন ফোনে থাকতে চলেছে লাইভ ফটো ফিচারও।
- রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে চলেছে।
- একটি থ্রি ফোল্ড টেলিফটো সেনসর থাকবে এই ফোনে, এমনই শোনা গিয়েছে। এই ক্যামেরা ফিচার আগে ফোন অর্থাৎ রিয়েলমি জিটি ৫ প্রো ফোনের তুলনায় হাল্কা এবং পাতলা হতে চলেছে।
- থ্রি এক্স অপটিকাল জুম, ৬এক্স ইন-সেনসর লসলেস জুম এবং ১২০এক্স ডিজিটাল জুম সাপোর্ট থাকতে চলেছে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে।
- জানা গিয়েছে, জলের তলায় ইউজার রিয়েলমির এই ফোন নিয়ে তা আনলক করতে পারবেন এবং একই সঙ্গে ক্যামেরা জুম করতেও পারবেন। এছাড়াও রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরায় সুইচিংও করা যাবে খুব সহজেই। আর সবটাই হবে জলের তলায়। কিন্তু ফোন নষ্ট হবে না।
- রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের শুটার এবং ৫০ মেগাপিক্সেলের আরও একটি টেলিফটো ক্যামেরা সেনসর থাকবে। আর ফোনের ডিসপ্লের উপর থাকবে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনের ক্যামেরায় এআই ফিচারও থাকবে।
আরও পড়ুন- বিনামূল্যে পাবেন ঝাঁ-চকচকে নতুন স্মার্টফোন ! কীভাবে আসবে এই সুবর্ণ সুযোগ ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।