Redmi Note 10T 5G: সেল শুরু Redmi Note 10T 5G-র, বেস ভ্যারিয়েন্ট ১৩,৯৯৯ টাকা
সোমবার বেলা ১২টা থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে রেডমির এই নয়া মডেল। অ্যামাজন ছাড়াও Mi.com-এ পাওয়া যাবে এই ফোন। ফোনের বেস ভ্যারিয়েন্ট ৪ জিবি-৬৪ জিবির দাম রাখা হয়েছে ১৩,৯৯৯টাকা।
নয়া দিল্লি: ভারতের মোবাইল মার্কেটে আত্মপ্রকাশ করেছিল আগেই। সোমবার থেকে সেল শুরু হয়ে গেল Redmi Note 10T 5G-র। অ্যামাজন ছাড়াও শাওমির অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে ফোন।
গত মাসেই দেশে পোকো Poco M3 Pro 5G লঞ্চ করেছিল। টেক ব্লগারদের মতে, ভারতের বাজার ধরতে একই ফোনকে রিব্র্যান্ড করে বাজারে ছাড়ল শাওমি। ফোনে স্ন্যাপড্রাগনের পরিবর্তে মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর দেওয়া হয়েছে। তিনটে ক্যামেরা ছাড়াও ফোনে রয়েছে ৯০ হার্টজের ক্যামেরা।
দাম কত Redmi Note 10T 5G-র ?
সোমবার বেলা ১২টা থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে রেডমির এই নয়া মডেল। অ্যামাজন ছাড়াও Mi.com-এ পাওয়া যাবে এই ফোন। রয়েছে অফলাইন রিটেইলে পাওয়ার সুবিধা। ফোনের বেস ভ্যারিয়েন্ট ৪ জিবি-৬৪ জিবির দাম রাখা হয়েছে ১৩,৯৯৯টাকা। পাশাপাশি ৬জিবি ১২৮ জিবি মডেলের দাম ধরা হয়েছে ১৫,৯৯৯টাকা। ক্রোমিয়াম হোয়াইট, গ্রাফাইট ব্ল্যাক, মেটালিক ব্লু ও মিন্ট গ্রিন রঙে দেখতে পাওয়া যাবে এই ফোন। HDFC Bank-এর ক্রেডিট কার্ডে নিলে ১০০০ টাকা ছাড় পাওয়া যাবে।
Redmi Note 10T 5G-এর স্পেসিফিকেশন
নতুন ফোনে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে দিয়েছে কোম্পানি। ডিসপ্লে আরও ভালো করতে দেওয়া হয়েছে ৯০ হার্টজের রিফ্রেশ রেট। ফোনে অক্টাকোর মিডিয়াটেকের ৭০০ ডাইমেনসিটি প্রসেসর দিয়েছে কোম্পানি। তিনটে রেয়ার ক্যামেরার মধ্যে ৪৮ মেগাপিক্সলের প্রাইমারি সেন্সর ছাড়াও ফোনে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেকেন্ডারি ক্যামেরা। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে, লোয়ার মিডরেঞ্জ ফোনে ক্যামেরার সংখ্যা কমিয়ে দিচ্ছে কোম্পানি। চারের বদলে বেশিরভাগ ফোনেই দেওয়া হচ্ছে তিনটে সেন্সর।
এ ছাড়াও ২ মেগাপিক্সলের ডেপথ সেন্সর দিয়েছে কোম্পানি। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনে এনএফসি, ইউএসবি টাইপ-সি ছাড়াও রয়েছে ৩.৫ এমএম-এর অডিও জ্যাকের সুবিধা। দীর্ঘ সময় চার্জ ধরে রাখার জন্য দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। পাশাপাশি ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এই ফোন। সব মিলিয়ে ফোনের ওজন ১৯০ গ্রাম।