(Source: ECI/ABP News/ABP Majha)
Redmi Smartphones: নতুন বছরের শুরুতেই ভারতে আসতে চলেছে রেডমি নোট ১৩ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হতে পারে?
Redmi Note 13 Series: ভারতে রেডমি ১৩সি ফোনের ৪জি ও ৫জি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। ওই লঞ্চ ইভেন্টেই রেডমি সংস্থা জানিয়েছে তাদের রেডমি নোট ১৩ সিরিজ আগামী বছর জানুয়ারিতে ভারতে লঞ্চ হতে চলেছে।
Redmi Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১৩ সিরিজ (Redmi Note 13 Series)। শোনা গিয়েছে, আগামী বছরের শুরুতে অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে এই স্মার্টফোন আসতে চলেছে ভারতের বাজারে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। রেডমি নোট ১৩ সিরিজে রয়েছে রেডমি নোট ১৩ (Redmi Note 13), রেডমি নোট ১৩ প্রো (Redmi Note 13 Pro) এবং রেডমি নোট ১৩ প্রো প্লাস (Redmi Note 13 Plus) - এই তিনটি ফোন। চিনে এই তিনটি মডেলই লঞ্চ হয়েছে সেপ্টেম্বর মাসে। অনুমান করা হচ্ছে, এই তিনটি ফোনই ভারতে লঞ্চ হবে। প্রসঙ্গত উল্লেখ্য, রিয়েলমি নোট ১৩ সিরিজের তিনটি ফোনেই রয়েছে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে যেখানে 1.5K full-HD+ রেজোলিউশনের সাপোর্ট পাওয়া যাবে। তিনটি ফোনের ডিসপ্লের উপরেই রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। রেডমি নোট ১৩ এবং রেডমি নোট ১৩ প্রো প্লাস- এই দুই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি প্রসেসরের সাপোর্ট। অন্যদিকে রেডমি নোট ১৩ প্রো মডেলে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এক্স জেন ২ প্রসেসর।
ভারতে রেডমি ১৩সি ফোনের ৪জি ও ৫জি ভ্যারিয়েন্ট একইদিনে (৬ ডিসেম্বর,২০২৩) লঞ্চ হয়েছে। ওই লঞ্চ ইভেন্টেই রেডমি সংস্থা জানিয়েছে তাদের রেডমি নোট ১৩ সিরিজ আগামী বছর জানুয়ারিতে ভারতে লঞ্চ হতে চলেছে। তবে নির্দিষ্ট কোনও দিনক্ষণ তারা ঘোষণা করেনি। এই স্মার্টফোন সিরিজের ফোনগুলির ভারতীয় ভ্যারিয়েন্টের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের অনুমান, চিনের ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতীয় মডেলের মিল থাকবে।
রেডমি নোট ১৩, রেডমি নোট ১৩ প্রো এবং রেডমি নোট ১৩ প্রো প্লাস- এই তিনটি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন (চিনে লঞ্চ হওয়া ভ্যারিয়েন্টের সাপেক্ষে)
- রেডমি নোট ১৩ প্রো প্লাস ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর। অন্যদিকে রেডমি নোট ১৩ ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর।
- রেডমি নোট ১৩ ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটি। সেখানে ১০০ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। অন্যদিকে রেডমি নোট ১৩ সিরিজের প্রো মডেলগুলিতে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ২০০ মেগাপিক্সেলের Samsung ISOCELL HP3 প্রাইমারি সেনসর। তার সঙ্গে আবার রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট।
আরও পড়ুন- ডিসেম্বর মাসে ভারতে ৩৫ হাজার টাকার কমে কোন কোন ফোন কিনতে পারবেন আপনি? রইল তালিকা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।