Samsung Smartphones: ভারতে দ্রুত গ্যালাক্সি এম১৪ এবং গ্যালাক্সি এফ১৪- এই দুই ৫জি ফোন লঞ্চ করতে চলেছে স্যামসাং
Samsung Galaxy Smartphones: স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি- এই দুই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে।
Samsung Galaxy Smartphones: স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি (Samsung Galaxy M14 5G) নিয়ে অনেকদিন ধরেই কাজকর্ম হচ্ছে বলে মনে করা হচ্ছিল। এবার এই ফোনের হদিশ পাওয়া গিয়েছে Geekbench database এবং Bureau of Indian Standards (BIS) সার্টিফিকেশন সাইটে। আর তার থেকেই অনুমান করা হচ্ছে যে স্যামসাংয়ের এই ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনের পাশাপাশি স্যামসাংয়ের আরও একটি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে দেশে। মনে করা হচ্ছে, এটি স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি (Samsung Galaxy F14 5G)হতে পারে। BIS database- এ স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনের মডেল নম্বর SM-M146B/DS। স্যামসাংয়ের আর একটি ফোন গ্যালাক্সি এফ১৪ ৫জি- র মডেল নম্বর SM-E146B/DS। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনে একটি octa-core Exynos 1330 প্রসেসর থাকতে পারে। অন্যদিকে এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ৪ জিবি র্যাম। স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ফোন যা চলতি বছরের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল তারই সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোন। তবে স্যামসাং সংস্থা এই দুই ফোন কবে লঞ্চ করবে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি।
iQoo Smartphones: ভারতে আইকিউওও নিও ৭ এসই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে আইকিউওও নিও ৭ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। সম্প্রতি এই ফোনের নাম Bureau of Indian Standards (BIS) ওয়েবসাইটে দেখা গিয়েছে। এখনও নিশ্চিত দিনক্ষণ জানা যায়নি। এই ফোনে থাকতে পারে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও এই ফোনে থাকতে পারে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৬৪ মেগাপিক্সেলের সেনসর। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আইকিউওও নিও ৭ এসই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। সূত্রের খবর, এই ফোন আগামী ১২ ডিসেম্বর লঞ্চ হতে পারে। তবে এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। আইকিউওও নিও ৭ এসই ফোনে অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট থাকতে পারে। Origin OS 3 দ্বারা পরিচালিত হতে পারে এই ফোন। এখানে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। ১৬ জিবি পর্যন্ত র্যাম থাকতে পারে এই ফোন। এছাড়াও এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসরের সঙ্গে দুটো ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর।
আরও পড়ুন- ট্যুইটারে ব্লু টিক পেতে হলে প্রয়োজন ফোন নম্বর ভেরিফিকেশন, জেনে নিন বিশদে