Samsung Galaxy M15 5G Phone: ভারতে প্রি-অর্ডার শুরু স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনের, কোথা থেকে কীভাবে করবেন?
Samsung Galaxy M15 5G Pre-Orders: আগামী ৮ এপ্রিল এই ফোন লঞ্চ হবে ভারতে। তার আগে শুরু হয়েছে প্রি-অর্ডার। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে প্রি-অর্ডার করতে পারবেন এই ফোনের।
Samsung Galaxy M15 5G Phone: ভারতে স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি (Samsung Galaxy M15 5G) লঞ্চ হতে চলেছে আগামী ৮ এপ্রিল। দক্ষিণ কোরিয়ার (South Korean Tech Giant) টেক জায়ান্ট স্যামসাংয়ের গ্যালাক্সি 'এম' সিরিজের (Samsung Galaxy M Series) এই ফোনের প্রি-অর্ডার (Pre Order) ইতিমধ্যেই শুরু হয়েছে ভারতে। যেসব ক্রেতা এই ফোনের জন্য প্রি-বুকিং করবেন তাঁদের দামে ছাড় দেওয়া হবে। ই-কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon India) মাধ্যমে প্রি-বুকিং করলে এই ছাড় (Discounts) পাবেন ক্রেতারা।
কীভাবে প্রি-বুকিং করা যাবে স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনের জন্য এবং ক্রেতারা কী কী অফার পাবেন প্রি-বুকিং করলে
ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে প্রি-অর্ডার করতে পারবেন। এর জন্য ৯৯৯ টাকা টোকেন মানি দিতে হবে। যেসব ক্রেতা এই ফোনের প্রি-বুকিং করবেন তাঁদের জন্য স্যামসাং ২৫ ওয়াটের একটি ট্র্যাভেল অ্যাডাপ্টার যার দাম ১৬৯৯ টাকা সেটা দেবে মাত্র ২৯৯ টাকায়। এছাড়াও তিন মাসের জন্য নো-কস্ট ইএমআই- এর সুবিধা পাবেন ক্রেতারা। তবে এক্ষেত্রে কেনাকাটা করতে হবে এইচডিএফসি ক্রেডিট কার্ডের মাধ্যমে। স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোন কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে ব্রাজিলে। এবার আসতে চলেছে ভারতে।
এবার দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে
- এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার কথা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে।
- এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
- ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত Super AMOLED ডিসপ্লে থাকতে পারে এই ফোনে যার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ।
- একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেটের সাহায্যে পরিচালিত হতে পারে এই ফোন।
- স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনের প্রসেসরের সঙ্গে ৪ জিবি র্যাম স্ট্যান্ডার্ড হিসেবে যুক্ত থাকতে পারে।
- এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের শুটার থাকতে পারে।
- ফোনের ডিসপ্লের উপরে থাকতে পারে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন- ভারতে নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চের আভাস রিয়েলমির, শক্তিশালী মডেল আনতে চলেছে সংস্থা