Samsung Galaxy M21 2021: বাজেট স্মার্টফোনে ধামাকা, Galaxy M21 2021 আনল স্যামসাং
বাজেট স্মার্টফোনের মার্কেট ধরতে বাজারে আনা হল Samsung Galaxy M21 2021 Edition। নতুন এডিশনে তিনটে ক্যামেরা দিয়েছে কোম্পানি। যার প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেলের।
![Samsung Galaxy M21 2021: বাজেট স্মার্টফোনে ধামাকা, Galaxy M21 2021 আনল স্যামসাং Samsung Galaxy M21 2021 Edition With Triple Rear Cameras Launched in India: know the Price, Features and Specifications Samsung Galaxy M21 2021: বাজেট স্মার্টফোনে ধামাকা, Galaxy M21 2021 আনল স্যামসাং](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/13/4e56b6fc376578d1f6bf3532ba6f440d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: এক বছরের মধ্যেই ফোনের নয়া এডিশন লঞ্চ করল স্যামসাং। বাজেট স্মার্টফোনের মার্কেট ধরতে বাজারে আনা হল Samsung Galaxy M21 2021 Edition। ২৬ জুলাই থেকে অ্যামাজনে পাওয়া যাবে এই ফোন।
নতুন এডিশনে তিনটে ক্যামেরা দিয়েছে কোম্পানি। যার প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেলের। এছাড়াও নতুন ফোনে ওয়াটর ড্রপ ও মিনিমাম বেজেল বদলে দিয়েছে ডিজাইন ল্যাঙ্গোয়েজ। সঙ্গে ফোনে রয়েছে ৬০০০ এমএএইচের ব্যাটারি। মূলত, Redmi Note 10 ও Realme Narzo 30-র মার্কেট ধরতে এই নয়া বাজেট এডিশন লঞ্চ করেছে স্যামসাং।
Galaxy M21 2021 Edition-এর দাম
১২,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ফোনের বেস ভ্যারিয়েন্ট। ৪জিবি RAM ও ৬৪ জিবি স্টোরেজ রয়েছে বেস মডেলে। এছাড়াও আনা হয়েছে ৬ জিবি ১২৮ জিবির স্টোরেজ অপশন। যার দাম রাখা হয়েছে ১৪,৪৯৯ টাকা। আর্কটিক ব্লু ও চারকোল ব্ল্যাক এই দুই রঙে পাওয়া যাবে ফোন। অ্যামাজনের প্রাইম সেলে ২৬ তারিখ বেলা ১২টা থেকে বিক্রি শুরু এই ফোনের। তবে অ্যামাজন ছাড়াও অফলাইন রিটেইল স্টোরে পাওয়া যাবে ফোন। অনলাইনে বিক্রি হবে Samsung.com-এ।
HDFC ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে এই ফোন কিনলে অ্যামাজনে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। এছড়াও Samsung.com বা অন্য কোনও অফলাইন রিটেলারের কাছ থেকে ফোন কিনলে ১০০০টাকা ক্যাশব্যাকের সুবিধা রয়েছে। তবে ICICI-ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড থাকলেই পাওয়া যাবে এই সুবিধা। গত বছর মার্চে Galaxy M21 লঞ্চ করেছিল কোম্পানি। সেই সময় পুরোনো ফোনের ৪জিবি ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ১৩,৪৯৯ টাকা।
Galaxy M21 2021 স্পেসিফিকেশন
দুয়েল ন্যানো সিমের এই ফোন চলবে অ্যান্ড্রয়েড ইলেভেন অপারেটিং সিস্টেমে। ফোনে দেওয়া হয়েছে ফুল এইচডি সুপার অ্যামোলেড ইনফিনিটি ডিসপ্লে। স্যামসাঙের অক্টাকোর Exynos 9611 চিপসেট দেওয়া হয়েছে ফোনে। তিনটি রেয়ার ক্যামেরার মধ্যে প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেলের। এছাড়াও ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেকেন্ডারি সেন্সর রয়েছে ফোনে। দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। সামনের সেলফি ক্যামেরার জন্য রয়েছে ২০ মেগাপিক্সেলের সেন্সর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)