Samsung Galaxy Z Fold 4: সেপ্টেম্বরেই ভারতে আসতে পারে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪, জানুন বিস্তারিত
Samsung Galaxy Foldable Phone: গ্লোবাল মার্কেটে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোন। এবার আসতে চলেছে ভারতে।
Samsung Galaxy Z Fold 4: স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোন ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। শোনা যাচ্ছে, সেপ্টেম্বর মাস থেকে ভারতে এই ফোন বিক্রির পরিকল্পনা করছে স্যামসাং কর্তৃপক্ষ। এর পাশাপাশি পিটিআই সূত্রে শোনা গিয়েছে, ভারতের বাজারে স্যামসাংয়ের সবচেয়ে দামি মডেল হতে চলেছে গ্যালাক্সি জেড ফোড ৪। গ্লোবাল মার্কেটে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনের দাম ১৭৯৯ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১,৪২,৭০০ টাকা। ভারতে এই ফোনের দাম আর একটু বেশি হবে বলেই অনুমান করা হচ্ছে। ডলার থেকে টাকায় পরিবর্তন এবং বেশি করের কারণে ভারতে স্যামসাংয়ের এই ফোল্ডেবল ফোনের দাম গ্লোবাল মার্কেটের থেকে কিছুটা বেশি হবে বলে মনে করা হচ্ছে। পিটিআই সূত্রে খবর, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ফোনের থেকেও নতুন মডেল অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনের দাম বেশি হবে।
ভারতে কবে আসতে পারে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোন
সেপ্টেম্বরের শুরুর দিকে ভারতে আসতে পারে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোন। এর সঙ্গে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে লঞ্চ হওয়া অন্যান্য ডিভাইসও লঞ্চ হতে পারে। এতদিন স্যামসাং যত ফোন লঞ্চ করেছে তার মধ্যে সবচেয়ে প্রিমিয়াম ডিভাইস হতে চলেছে এই ফোন। গ্লোবাল মডেলের তুলনায় ভারতীয় ভ্যারিয়েন্টের দাম বেশি হতে পারে। পিটিআই সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
ডুয়াল-সিম (ন্যানো) Samsung Galaxy Z Fold 4 কোম্পানির প্রথম স্মার্টফোন যা Android 12L-এর উপর ভিত্তি করে One UI 4.1.1-এ চলে। এটি গুগল অ্যান্ড্রয়েডের একটি বিশেষ সংস্করণ, যার মধ্যে ফোল্ডেবল বড়-স্ক্রিনের অভিজ্ঞতা পাবেন ক্রেতা৷ এই স্মার্টফোনে একটি ৭.৬-ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড 2X ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে রয়েছে। এইডিসপ্লেতে QXGA+ (2,176x1,812 পিক্সেল) রেজোলিউশন 21.6:18 অনুপাত রয়েছে। এটি একটি LTPO ডিসপ্লে য়ার রিফ্রেশ রেট ১হার্টজ থেকে শুরু করে ১২০ হার্টজ পর্যন্ত হতে পারে। কভার ডিসপ্লের ক্ষেত্রে স্মার্টফোনটিতে একটি ৬.২-ইঞ্চি HD+ (904x2,316 পিক্সেল) ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে যার সঙ্গে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পাওয়া যাবে।
স্যামসাং জানিয়েছে, ফোনে কাঠামোগত স্থায়িত্বের জন্য একটি আর্মার অ্যালুমিনিয়াম ফ্রেম ও কব্জার কভার দেওয়া হয়েছে। এতে কভার স্ক্রিন ও পিছনের প্যানেলে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্লাসের সুরক্ষা পাবেন ক্রেতা। এর প্রধান স্ক্রিন প্যানেল স্থায়িত্বের জন্য একটি অপ্টিমাইজ করা স্তর দেওয়া হয়েছে । ফোনে Samsung Galaxy Z Fold 4 একটি Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর রয়েছে, যা স্ট্যান্ডার্ড হিসাবে 12GB RAM এর সাথে যুক্ত।
আরও পড়ুন- টেকনো সংস্থার নতুন ৫জি ফোন লঞ্চ হল ভারতে, দেখুন দাম ও ফিচার