Samsung S24 Ultra 5G: বাজারে আসছে স্যামসাংয়ের S24 সিরিজ, কী কী ফিচার্স, দামই বা কত ?
Samsung S24 Ultra 5G: জানা গিয়েছে আলট্রা ক্যামেরা, চিপসেট, ডিসপ্লে সহ আরও অনেক কিছুর ক্ষেত্রে আপগ্রেড হতে চলেছে স্যামসাং ফোনে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মডেল বাজারে চলে আসবে।
কলকাতা: আগামী বছরের শুরুর দিকেই ভারতের বাজারে আসতে চলেছে স্যামসাংয়ের নতুন মডেল Samsung S24 Ultra 5G। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এর ফিচার্স। বলা ভাল, সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে জানানোর আগেই ফাঁস হয়ে গিয়েছে আসন্ন মডেলের হাল-হকিকত। আর তাই নিয়ে উত্তাল নেট দুনিয়া। কী নতুন ফিচার্স থাকছে এই মডেলে? দামই বা কত হতে চলেছে? দেখে নেওয়া যাক।
জানা গিয়েছে, আলট্রা ক্যামেরা, চিপসেটস, ডিসপ্লে সহ আরও অনেক কিছুর ক্ষেত্রে আপগ্রেড হতে চলেছে স্যামসাং ফোনে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মডেল বাজারে চলে আসবে। আর কয়েক মাসের মধ্যে চলে আসবে আলট্রা ফাইভ জি মডেলটিও। গত বছর ২০২২ সালে ঠিক একই সময় লঞ্চ করা হয়েছিল Samsung Galaxy S23 সিরিজটি। সম্প্রতি এই আলট্রা মডেলেরই স্পেসিফিকেশন ফাঁস হয়েছে নেট মাধ্যমে।
ফিচার্স কী কী থাকবে ?
Galaxy S20-এর আলট্রা সিরিজ লঞ্চের সময় থেকেই স্যামসাং একটি কার্ভড প্যানেল ব্যবহার করে আসছে ডিসপ্লেতে। তবে এর পরের জেনারেশনে অর্থাৎ আসন্ন S24 সিরিজে সম্ভবত এই কার্ভড প্যানেল থাকছে না। আশা করা যাচ্ছে এই মডেলে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে এবং ১৪৪০ × ৩১২০ পিক্সেলের রেজোলিউশন থাকবে। তার সঙ্গে 3X জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরাও থাকবে এই মডেলটিতে। যেখানে Samsung Galaxy S23 মডেলে রয়েছে ১০ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা। Samsung Galaxy S24 মডেলে Qualcomm Snapdragon 8 Gen-এর তিনটি চিপসেট থাকবে। এমনটাই মনে করা হচ্ছে।
দাম কত হতে পারে?
দাম সেভাবে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। স্পেসিফিকেশন ফাঁস হলেও দামের ব্যাপারে কোনও তথ্য ফাঁস হয়নি। তবে মনে করা হচ্ছে Galaxy S23 Ultra সিরিজের থেকেও এর দাম খানিক বেশি হতে চলেছে। মনে রাখতে হবে, Samsung Galaxy S23 Ultra মডেলের দাম ছিল ১,২৪,৯৯৯ টাকা।
কয়েকদিন আগেই জানা গিয়েছিল স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ (Samsung Galaxy S24 Series) - আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের শুরুর দিকের সবচেয়ে নজরকাড়া ফ্ল্যাগশিপ ফোনের সিরিজ হতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি এস২৪ (Samsung Galaxy S24), স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস (Samsung Galaxy S24 Plus) এবং স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ((Samsung Galaxy S24 Ultra) - এই তিনটি ফোন থাকতে চলেছে। তার মধ্যে গ্যালাক্সির আলট্রা মডেলের স্পেসিফিকেশন ফাঁস হওয়ায় উত্তেজনা ছড়িয়েছে নেটপাড়ায়।