(Source: Poll of Polls)
Samsung Galaxy S24 Ultra: ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসরের সঙ্গে ৪কে জুম ফিচার ! কোন ফোনে থাকতে চলেছে এই অত্যাধুনিক ফিচার?
Smartphone: ডুয়াল রেকর্ডিং সাপোর্টও থাকতে পারে এই ক্যামেরা সেটআপে। একসঙ্গে দুটো ৪কে স্ট্রিম রেকর্ড করা যাবে। প্রযুক্তির সাহায্যে এই সুবিধা পাওয়া যেতে পারে।
Samsung Galaxy S24 Ultra: দুর্দান্ত ক্যামেরা স্পেসিফিকেশন (Camera Specifications) প্রকাশ্যে এনেছে স্যামসাং (Samsung) সংস্থা। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনের সাকসেসর মডেল স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা (Samsung Galaxy S24 Ultra) ফোনে এই অত্যাধুনিক উন্নত ক্যামেরা ফিচার থাকতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ চিপসেট থাকতে পারে। আর এই ফোনে থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। তার সঙ্গে আবার থাকতে পারে ৪কে ভিডিও জুম। এছাড়াও এই ক্যামেরায় ইমেজ প্রসেস করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারের সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে। এই ক্যামেরায় ISOCELL Zoom Anyplace টেকনোলজি থাকার সম্ভাবনা রয়েছে। ডুয়াল রেকর্ডিং সাপোর্টও থাকতে পারে এই ক্যামেরা সেটআপে। একসঙ্গে দুটো ৪কে স্ট্রিম রেকর্ড করা যাবে। উল্লিখিত প্রযুক্তিতেই এই সুবিধা পাওয়া যেতে পারে।
২০২৪ সাল অর্থাৎ আগামী স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি স্যামসাং জানিয়েছে, ISOCELL Zoom Anyplace টেকনোলজি কীভাবে কাজ করে। ২০০ মেগাপিক্সেলের সেনসর, তার সঙ্গে কোয়ালকমের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিন, স্ন্যাপড্রাগন ৮ জেন চিপ- এই সবকিছু থাকলে এআই- এর সাহায্যে ছবি তোলার সাবজেক্ট অটোম্যাটিক ট্র্যাক করা যাবে। অন্যদিকে, টেট্রা পিক্সেল টেকনোলজি ইউজারদের ৪কে রেজোলিউশনে একটি ভিডিও রেকর্ড করার সময় চারবার পর্যন্ত জুম করতে দেবে। যেকোনও ডিরেকশনে এই জুম ইন করা যাবে। স্যামসাং সংস্থা এমনটাই জানিয়েছে।
এর আগে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে বেশ কয়েকটি ফোন লঞ্চ হয়েছে। তার মধ্যে Honor 90 5G অন্যতম। ভারতে এই ফোনের হাত ধরেই কামব্যাক করেছে Honor সংস্থা। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ২০২০ সালে ভারত থেকে ব্যবসা গুটিয়েছিল Honor সংস্থা। তিনবছর পর ফের কামব্যাক করেছে এই কোম্পানি।
২০০ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত ফোনের তালিকায় রয়েছে ইনফিনিক্সের ফোন ইনফিনিক্স জিরো আলট্রা ৫জি। তবে এই ফোনে ২০০ মেগাপিক্সেলের রেয়ার প্রাইমারি ক্যামেরা সেনসর ছাড়াও অন্যতম আকর্ষণ ছিল চার্জিং ফিচার। ই ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিতে ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ১২ মিনিটে। এমনই দাবি করেছিল ইনফিনিক্স সংস্থা। এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ২০০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের টার্সিয়ারি লেন্স। মেন সেনসরের সঙ্গে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
আরও পড়ুন- আইকিউওও ১২ সিরিজ লঞ্চ হতে চলেছে আগামী সপ্তাহেই, কী কী ফিচার থাকতে পারে?