Tecno Budget Phone: টেকনো স্পার্ক ২০- দাম হতে পারে ১০ হাজারের কমে, তবে থাকছে আইফোনের ফিচার
Tecno Spark 20: ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে একটি সেকেন্ডারি ক্যামেরা সেনসর থাকবে যার সম্পর্কে তথ্য প্রকাশ্যে আসেনি।
Tecno Budget Phone: টেকনো স্পার্ক ২০- (Tecno Spark 20) সম্প্রতি প্রকাশ্যে এসেছে টেকনো সংস্থার এই বাজেট ফোন (Budget Smartphone)। দাম এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। তবে অনুমান, ১০ হাজার টাকার মধ্যেই হবে এই ফোনের দাম। সাইবার হোয়াইট, গ্র্যাভিটিব্ল্যাক, ম্যাজিক স্কিন ২.০ (নীল) এবং নিয়ন গোল্ড- এইসব রঙে পাওয়া যাবে টেকনো স্পার্ক ২০ ফোন। তবে কবে, কোথা থেকে এবং কী দামে কেনা যাবে তা স্পষ্ট নয়। টেকনো স্পার্ক ২০ ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ বেসড HiOS 13- এর সাপোর্ট। এই ফোনে ৬.৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও টেকনো সংস্থার এই বাজেট ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট।
টেকনো স্পার্ক ২০ ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার
- এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। এছাড়াও রয়েছে টেকনো সংস্থার 'ডায়নামিক পোর্ট' ফিচারের সাপোর্ট। এটি একটি সফটওয়্যার ফিচার যেখানে নোটিফিকেশন দেখা যাবে। এর সঙ্গে ডিভাইসের স্টেটাস সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। ডিসপ্লের উপর সেলফি ক্যামেরা কাট আউটের আশপাশে থাকবে এই ডায়নামিক পোর্ট ফিচার।
- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে একটি সেকেন্ডারি ক্যামেরা সেনসর থাকবে যার সম্পর্কে তথ্য প্রকাশ্যে আসেনি। এছাড়াও থাকবে ডুয়াল ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। সেখানেও রয়েছে দু'টি এলইডি ফ্ল্যাশ।
- এই ফোনে ইনবিল্ট স্টোরেজ ২৫৬ জিবি যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো সম্ভব। এটি একটি ৪জি ফোন যেখানে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাইয়ের সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ব্লুটুথ ৫.২, জিপিএস, টাইপ-সি ইউএসবি পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট সেনসর এই ফিচারগুলির সাপোর্ট। টেকনো স্পার্ক ২০ বাজেট ফোনে রয়েছে accelerometer, e-compass, virtual gyroscope, ambient light sensor, proximity sensor- এইসব ফিচারও।
ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি ফোনের দাম কমেছে
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ২৬,৯৯৯ টাকা। তবে এখন ২০০০ টাকা কমে হয়েছে ২৪,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম লঞ্চের সময় ছিল ২৮,৯৯৯ টাকা, যা এখন হয়েছে ২৭,৯৯৯ টাকা। Aqua Surge এবং Grey Shimmer- এই দুই রঙে অ্যামাজন থেকে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি ফোন কম দামে কেনা যাবে।
আরও পড়ুন- লাগবে না ফোন নম্বর, 'ইউজারনেম' দিয়েই হোয়াটসঅ্যাপে খোঁজা যাবে ইউজারদের