Tecno Spark 9T: ৯২৯৯ টাকায় ভারতে লঞ্চ হল টেকনো স্পার্ক ৯টি, ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে বাজেট ফোনের
Budget Smartphone: টেকনো স্পার্ক ৯টি ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯২৯৯ টাকা। আগামী ৬ অগস্ট থেকে এই ফোনের বিক্রি শুরু হবে।
Budget Smartphone: টেকনো স্পার্ক ৯টি (Tecno Spark 9T) ভারতে লঞ্চ হয়েছে। টেকনো (Tecno) সংস্থার এই ফোন একটি বাজেট স্মার্টফোন (Budget Smartphone)। টেকনো স্পার্ক ৮টি ফোনের সাকসেসর মডেল হল টেকনো স্পার্ক ৯টি। এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৭ জিবি র্যাম। এছাড়াও রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের AI ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর। এর পাশাপাশি টেকনো স্পার্ক ৯টি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচের একটি ব্যাটারি। সঙ্গে রয়েছে ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ফ্রন্ট ক্যামেরায় ডুয়াল ফ্ল্যাশও আছে।
ভারতে টেকনো স্পার্ক ৯টি ফোনের দাম এবং উপলব্ধতা
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯২৯৯ টাকা। আগামী ৬ অগস্ট থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। অ্যাটলান্টিক ব্লু এবং টার্কওয়াইজ সিয়ান- এই দুই রঙে পাওয়া যাবে টেকনো স্পার্ক ৯টি ফোন।
টেকনো স্পার্ক ৯টি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) স্লট। তার সঙ্গে HiOS 7.6 এবং অ্যান্ড্রয়েড ১১ সাপোর্ট রয়েছে এই ফোনে।
- এমনিতে এই ফোনের প্রসেসরের সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম। তবে Memory Fusion প্রযুক্তির সাহায্যে ফোনের অব্যবহৃত স্টোরেজ থেকে ৩ জিবি ব্যবহার করে র্যামের পরিমাণ বাড়িয়ে ৭ জিবি করা সম্ভব।
- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে টেকনো স্পার্ক ৯টি ফোনে। সেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেরলের একটি সেনসর এবং আর একটি এআই সেনসর। কম আলোতেও যাতে ভাল ছবি তোলা যায় সেইজন্য এই ফোনের ক্যামেরায় রয়েছে সুপার নাইট মোড।
- টেকনো সংস্থার এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ডুয়াল ফ্ল্যাশ লাইট।
- এই ফোন একটি IPX2 splash-resistant ডিভাইস।
আরও পড়ুন- ভারতে এল নতুন বাজেট ফোন রেডমি ১০এ স্পোর্ট, দাম কত? কী কী ফিচার রয়েছে দেখে নিন