(Source: ECI/ABP News/ABP Majha)
Vivo Phones: ভিভো ভি৪০ সিরিজ ভারতে কবে লঞ্চ হতে পারে? কেমন হতে পারে ব্যাটারি সাপোর্ট?
Vivo V40 Series: এই স্মার্টফোন সিরিজের মধ্যে ভিভো ভি৪০ এবং ভিভো ভি৪০ প্রো- এই দুই ফোন লঞ্চ হতে পারে। ভিভো ভি৩০ স্মার্টফোন সিরিজের সাকসেসর হিসেবে লঞ্চ হবে ভিভো ভি৪০ সিরিজ।
Vivo Phones: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভিভো ভি৪০ সিরিজের (Vivo V40 Series) স্মার্টফোন। এই সিরিজ দেশে লঞ্চ হবে ভিভো ভি৩০ সিরিজের (Vivo V30 Series) সাকসেসর হিসেবে। চলতি বছর মার্চ মাসে ভিভো ভি৩০ সিরিজ লঞ্চ হয়েছিল ভারতে। জানা গিয়েছে, আসন্ন ভিভো ভি৪০ সিরিজে লঞ্চ হবে ভিভো ভি৪০ (Vivo V40) এবং ভিভো ভি৪০ প্রো (Vivo V40 Pro)এই দুই ফোন। এর মধ্যে ভিভো ভি৪০ ফোন ইউরোপে গত মাসেই লঞ্চ হয়েছে। আর ভিভো ভি৪০ প্রো ফোনের নাম দেখা গিয়েছে ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডসের (BIS) ওয়েবসাইটে। এর থেকেই অনুমান করা হচ্ছে, ভিভো ভি৪০ সিরিজ ভারতে লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই।
কবে নাগাদ লঞ্চ হতে পারে ভিভো ভি৪০ সিরিজ এবং ব্যাটারি ফিচার কেমন হতে পারে
৯১ মোবাইলের রিপোর্ট অনুসারে ভিভো ভি৪০ সিরিজের ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। হয়তো অগস্ট মাসে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে পারে। তবে নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি। বলা হচ্ছে, এই সেগমেন্টের 'স্লিমেস্ট ফোন' লঞ্চ হতে চলেছে ভিভো ভি৪০ সিরিজে। দুটো ফোনই IP68 রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। ভিভো আসন্ন ফোনগুলিতে থ্রিডি কার্ভড ডিসপ্লে থাকতে চলেছে। এছাড়াও থাকবে একটি Infinity Eye Camera মডিউল। এছাড়াও Zeiss Optics ক্যামেরা সেনসর থাকতে চলেছে ভিভো ভি৪০ সিরিজের ফোনে। ইউরোপে ভিভো ভি৪০ ফোন যেভাবে লঞ্চ হয়েছে সেইসব স্পেসিফিকেশন ভারতীয় ভ্যারিয়েন্টেও দেখা যাবে বলে অনুমান করা হচ্ছে।
ভিভো ভি৪০ ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে
- এই ফোনে ৬.৭৮ ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
- এই ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর থাকার কথা রয়েছে। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত থাকতে পারে।
- ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে ভিভো ভি৪০ ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এর সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকবে। এছাড়াও থাকবে ৫০ মেগাপিক্সেলের আরও একটী সেনসর যেখানে যুক্ত থাকবে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে।
- ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে ভিভো ভি৪০ ফোনে। ইউএসবই টাইপ-সি পোর্ট দিয়ে চার্জ দেওয়া যাবে এই ফোনে।
- ডুয়াল সিম, ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৪, এনএফসি, জিপিএস সাপোর্ট রয়েছে এই ফোনে।
আরও পড়ুন- নতুন স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ করতে চলেছে আইকিউওও সংস্থা, কেমন হবে ক্যামেরা ফিচার?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।