Vivo Smartphones: ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো- ভারতে এই দুই ফোনের দাম কত? কী কী অফার পাবেন?
Vivo V30 and Vivo V30 Pro: অনলাইনে ভিভো ভি৩০ সিরিজের ফোন কিনতে চাইলে আপনি ফ্লিপকার্ট থেকে কিনতে পারেন।
Vivo Smartphones: ভিভো সংস্থা ভিভো ভি৩০ সিরিজের (Vivo V30 Series) দু'টি ফোন ভারতে লঞ্চ করেছে কিছুদিন আগে। ভিভো ভি৩০ (Vivo V30) এবং ভিভো ভি৩০ প্রো- (Vivo V30 Pro) এই দুই ফোন লঞ্চ হয়েছে দেশে। এবার এই দুই ফোনের বিক্রি শুরু হল দেশে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) এবং ভিভো-র অথরাইজড অফলাইন স্টোর (দেশজুড়ে) কেনা যাবে ভিভো ভি৩০ সিরিজের দু'টি ফোন। ভিভো ভি৩০ সিরিজের ফোনে রয়েছে AMOLED স্ক্রিন, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, Aura light ফিচার, স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক প্রসেসর।
এবার দেখে নেওয়া যাক ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো- এই দুই ফোনের দাম কত এবং কী কী রঙে কেনা যাবে, দেখে নিন
ভিভো ভি৩০ ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৫,৯৯৯ টাকা। পিকক গ্রিন, আন্দামান ব্লু এবং ক্লাসিক ব্ল্যাক- এই তিন রঙে লঞ্চ হয়েছে ভিভো ভি৩০ ফোন।
ভিভো ভি৩০ প্রো ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪১,৯৯৯ টাকা। এই ফোনেরই ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৬,৯৯৯ টাকা। এই ফোন লঞ্চ হয়েছে আন্দামান ব্লু এবং ক্লাসিক ব্লু- এই দুই রঙে।
ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো- এই দুই ফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা কী কী অফার পাবেন, দেখে নেওয়া যাক
অনলাইন অফার- অনলাইনে ফোন কিনতে গেলে এইচডিএফসি এবং এসবিআই- এই দুই ব্যাঙ্কের কার্ড থাকলে ক্রেতারা ফ্ল্যাট ১০ শতাংশ ছাড় পাবেন। এছাড়াও এক্সচেঞ্জ অফার হিসেবে প্রায় ৪০০০ টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা। এর পাশাপাশি ৬ মাসের জন্য নো-কস্ট ইএমআই অপশন পেতে পারেন ক্রেতারা।
অফলাইন অফার- অফলাইনে ভিভো ভি৩০ সিরিজের ফোন কিনতে গেলে ক্রেতারা ১০ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাবেন। এছাড়াও ৮ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই- এর সুবিধা পাবেন ক্রেতারা। এই সুযোগ পাওয়া যাবে ভিভো- র অথরাইজড রিটেল স্টোর থেকে ফোন কিনলে। এর পাশাপাশি ভিভো ভি শিল্ড যা ফোনের স্ক্রিনগার্ড হিসেবে ব্যবহার করা হবে ক্ষয়ক্ষতি রোধ করার জন্য (ফোন হাত থেকে পড়ে গেলে কিংবা অন্য কোনও ভাবে ফোনের স্ক্রিনের যেন কোনও ক্ষতি না হয়) সেটা কিনতে গেলে ক্রেতারা ৪০ শতাংশ ছাড় পাবেন।
আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এ৫৫ এবং গ্যালাক্সি এ৩৫- এই দুই ৫জি ফোনের দাম ভারতে কত?