Vivo Y27 4G: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভোর নতুন ফোন, দাম কত হতে পারে? কী কী ফিচারই বা থাকতে পারে?
Vivo Smartphone: ৪ জিবি এবং ৬ জিবি র্যাম, ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই২৭ ৪জি ফোন।
Vivo Y27 4G: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে ভিভো ওয়াই২৭ ৪জি ফোন। ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series) এই ফোন ভারতের পাশাপাশি একই সময়ে গ্লোবাল মার্কেটেও লঞ্চের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি এক টিপস্টার জানিয়েছে ভিভোর এই ফোন দুটো র্যাম এবং দুটো স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে। এখনও ভিভো ওয়াই ২৭ ৪জি ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শোনা যাচ্ছে, ভারতে এবং গ্লোবাল মার্কেটে ভিভো ওয়াই২৭ ৪জি ফোন তিনটি রঙে লঞ্চ হতে পারে। এই ফোনের সম্ভাব্য দাম সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে।
ভিভো ওয়াই২৭ ৪জি ফোনের সম্ভাব্য দাম
জনপ্রিয় টিপস্টার পারস গগলানি ট্যুইটে জানিয়েছেন, ভিভো ওয়াই২৭ ৪জি ফোন এবছর জুলাই মাসের শেষে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। কালো, গাঢ় লাল এবং সবুজ রঙে এই ফোন লঞ্চ হতে পারে। ভারতে ওই একই সময়ে ভিভো ওয়াই সিরিজের এই ফোন লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে, ভারতে ভিভো ওয়াই২৭ ৪জি ফোনের দাম ১৬ হাজার টাকার কাছাকাছি হতে পারে। ৪ জিবি এবং ৬ জিবি র্যাম, ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই২৭ ৪জি ফোন।
ভিভো ওয়াই২৭ ৪জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার
- এই ফোনে ৬.৫ ইঞ্চির একটি এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ফিচার থাকতে পারে। এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্স এবং Funtouch OS 13-এর সাপোর্ট থাকতে পারে।
- এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। ভিভো ওয়াই২৭ ৪জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।
Oppo Reno 10 Series: ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো রেনো ১০ সিরিজ (Oppo Reno 10 Series)। শোনা যাচ্ছে, জুলাই মাসের মাঝামাঝি সময়ে ওপ্পো রেনো ১০ সিরিজ লঞ্চ হতে পারে। যদিও নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। ওপ্পো রেনো ১০ সিরিজে লঞ্চ হতে পারে ওপ্পো রেনো ১০, ওপ্পো রেনো ১০ প্রো এবং ওপ্পো রেনো ১০ প্রো প্লাস। বলা হচ্ছে, এই ফোনগুলির চিনের ভ্যারিয়েন্টে যে ধরনের প্রসেসর দেখা গিয়েছে তার থেকে আলাদা প্রসেসর থাকতে চলেছে ভারতীয় ভ্যারিয়েন্টে। ডিজাইনের দিক থেকে দুই ফোন একই রকমের হলেও, ফারাক থাকতে পারে ক্যামেরা মডিউলে।
আরও পড়ুন- ত্বকের এক্সফোলিয়েশন কেন প্রয়োজন? সপ্তাহে কদিন স্ক্রাব করবেন?