WhatsApp App: কোন কোন অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আর সাপোর্ট করবে না হোয়াটসঅ্যাপ?
WhatsApp: অ্যান্ড্রয়েড কিটক্যাট লঞ্চ হয়েছিল ২০১৩ সালে। অর্থাৎ এই অ্যান্ড্রয়েড সাপোর্ট থাকা ফোনে প্রায় এক দশক ধরে পরিষেবা দিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা। এবার তা বন্ধ হতে চলেছে।
WhatsApp App: পুরনো ভার্সানের অ্যান্ড্রয়েড সাপোর্ট (Android Support) থাকলে সেই ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ (WhatsApp App)। মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের (instant Messaging App) তরফে জানানো হয়েছে পুরনো অ্যান্ড্রয়েড ফোনে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক মাস আগেই গুগল কর্তৃপক্ষ এইসব পুরনো ফোনকে obsolete বা অচল বলে তকমা দিয়েছে। জানা গিয়েছে, যেসমস্ত স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ৪.৪ যা অ্যান্ড্রয়েড কিটক্যাট নামে পরিচিত- এই সাপোর্ট থাকলে সেখানে আর হোয়াটসঅ্যাপ কাজ করবে না। সাম্প্রতিক পরিসংখ্যান থেকে দেখা গিয়েছে, খুব স্বল্প সংখ্যক ইউজার এখনও অ্যান্ড্রয়েড কিটক্যাট ব্যবহার করেন। এইসব ইউজারদের অবিলম্বে ফোনের সফটওয়্যার আপডেট করতে হবে, যদি সেই সুবিধা পাওয়া যায় তাহলে। কিংবা কিনতে হবে নতুন ফোন। নাহলে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ পরিষেবা। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই মেসেজিং অ্যাপ চালু রাখতে চাইলে অ্যান্ড্রয়েড ৫.০, যা ললিপপ নামে পরিচিত, অন্তত এই ভার্সানের সাপোর্ট থাকতে হবে। এর থেকে বেশি আপডেটেড এবং আপগ্রেডেড ভার্সানের সাপোর্ট থাকলেও কোনও অসুবিধা নেই। তবে অ্যান্ড্রয়েড ৫.০- র থেকে কম ভার্সানের সাপোর্ট থাকলে হবে না।
প্রসঙ্গত উল্লেখ্য, অ্যান্ড্রয়েড কিটক্যাট লঞ্চ হয়েছিল ২০১৩ সালে। অর্থাৎ এই অ্যান্ড্রয়েড সাপোর্ট থাকা ফোনে প্রায় এক দশক ধরে পরিষেবা দিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা। এবার তা বন্ধ হতে চলেছে। গুগলের একটি সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গিয়েছে অ্যান্ড্রয়েড ৪.৪ থেকে অ্যান্ড্রয়েড ০.৫ ভার্সান- এর মধ্যে ইউজারের সংখ্যা মাত্র ০.৭ শতাংশ (২০২৩, মে মাস অনুসারে)। এই সময়ের নিরিখে একাধিক আপডেটেড এবং আপগ্রেডেড মডেল পাবলিশ হয়ে গিয়েছে। নতুন নিয়ম অনুসারে যেকোনও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করতে হলে অতত অ্যান্ড্রয়েড ৫.০- র সাপোর্ট থাকতে হবে। এর থেকে বেশি ভার্সানের অ্যান্ড্রয়েড সাপোর্ট থাকলেও কোনও অসুবিধা নেই।
একটি নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ
মেটা (Meta) অধিকৃত হোয়াটসঅ্যাপ (WhatsApp) ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) একটি নতুন ফিচারের রোল আউট পরিকল্পনা করেছে। এই নতুন ফিচারের সাহায্যে লকড চ্যাট হাইড করে বা লুকিয়ে রাখা যাবে। সূত্রের খবর, বর্তমানে হাইড লকড চ্যাট ফিচার নিয়ে বর্তমানে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ভবিষ্যতে হোয়াটসঅ্যাপের যে আপডেট আসবে সেখানে পাওয়া যাবে এই নতুন ফিচারের আপডেট। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই আপডেটের কথা জানিয়েছে।
আরও পড়ুন- এলন মাস্কের 'এক্স'-এ হাজির অডিও-ভিডিও কল ফিচার, কীভাবে চালু করবেন পরিষেবা?