WhatsApp Features: হোয়াটসঅ্যাপে হাজির 'ক্যাপশন এডিট' ফিচার, কী কী সুবিধা পাবেন ইউজাররা?
WhatsApp: আইওএস এবং অ্যান্ড্রয়েড ভার্সানে পাওয়া যাবে এই ফিচারের সুবিধা। হয়তো এখনই সবাই এই পরিষেবা পাচ্ছেন না। তবে ধীরে ধীরে সবাই এই ফিচারের সুবিধা পাবেন।
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ (WhatsApp) এবছরের শুরুতেই ইউজারদের জন্য একটি নতুন ফিচার চালু করেছিল। মেসেজ পাঠানোর পর তা এডিটের অপশন (Caption Edit) পাবেন ইউজাররা। এবার মিডিয়া ক্যাপশন এডিট করার সুবিধাও চালু করেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp Features) সংস্থা। অর্থাৎ একজন ইউজার অন্য ইউজারকে যেসমস্ত জিফ ফাইল, ডকুমেন্ট এবং ভিডিও বা ছবি পাঠান, তখন সেখানে একটি ক্যাপশন লেখা যায়। এই ফিচারও নতুন করে চালু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। এবার থেকে পাঠানো জিফ ফাইল, ডকুমেন্ট, ছবি, ভিডিওর ক্ষেত্রে ইউজাররা ক্যাপশন এডিট করার সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo - র মাধ্যমে জানা গিয়েছে, এই নতুন ফিচার সব ইউজারদের জন্য রোল আউট শুরু হয়েছে। আইওএস এবং অ্যান্ড্রয়েড ভার্সানে পাওয়া যাবে এই ফিচারের সুবিধা। হয়তো এখনই সবাই এই পরিষেবা পাচ্ছেন না। তবে ধীরে ধীরে সবাই এই ফিচারের সুবিধা পাবেন।
২০২৩ সালে হোয়াটসঅ্যাপে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার চালু হয়েছে, একঝলকে সেগুলি দেখে নেওয়া যাক
চ্যাট লক- আগে পুরো হোয়াটসঅ্যাপ অ্যাপটি লক করে রাখার সুযোগ পেতেন ইউজাররা। এবার থেকে নির্দিষ্ট কোনও চ্যাটবক্স লক করে রাখার সুবিধা পাবেন ইউজাররা। এর ফলে আরও বাড়ল ইউজারদের নিরাপত্তা।
এডিট মেসেজ- এখন হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর পরেও সেখানে ভুলভ্রান্তি থাকলে তা এডিটের সুবিধা পান ইউজাররা। মেসজে পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত তা এডিটের অপশন থাকে। ওয়েব হোয়াটসঅ্যাপ মাধ্যমেও কাজ করে এই ফিচার। ইউজারদের এই নতুন ফিচার খুবই পছন্দ হয়েছে। আর এই ফিচার খুবই গুরুত্বপূর্ণও।
একের বেশি ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ- এই নতুন ফিচারও চালু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। একসঙ্গে চারটি ডিভাইসে একটিই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।
এইচডি ফটো শেয়ার করার সুবিধা- সাধারণত হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করলে তার গুণমান নষ্ট হয়ে যায়। তবে এবার থেকে শেয়ার করা যাবে এইচডি কোয়ালিটির ছবি। একদম অরিজিনাল বা আসল ছবির মতোই থাকবে গুণমান। তবে এইচডি কোয়ালিটির ছবি পাঠাতে চাইলে একটু বেশি পরিমাণ নেট খরচ হবে ইউজারের।
অচেনা নম্বর থেকে ফোন এলেও ডিভাইস থাকবে সাইলেন্ট- হোয়াটসঅ্যাপে অনেকের ক্ষেত্রেই এই অজানা, অচেনা অম্বর থেকে ফোন আসাটা খুব বিরক্তিকর। যখন তখন ফোন বেজে উঠলে অস্বস্তিতে পড়তে পারেন আপনি। তাই এই জাতীয় অজানা, অচেনা ফোনকল যাতে ইউজারদের আর বিরক্তির কারণ না হয় সেই জন্য হোয়াটসঅ্যাপে চালু হয়েছে সাইলেন্স আননোন কল ফিচার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন - ডায়াবেটিকরা চিনির বদলে সুগার সাবস্টিটিউট বা গুড় খেতে পারেন কি? চিকিৎসক কী বলছেন?