WhatsApp New Feature: আরও ঝকঝকে উপস্থিতি, হোয়াটসঅ্যাপেও থাকবে কভার পিকচার, ঘোষণা শীঘ্রই
WhatsApp New Feature: কোন অ্যাপে কী পরিবর্তনের কথা ভাবা হচ্ছে, নিয়মিত তার আপটেড জানাতে থাকে মেটা। হোয়াটসঅ্যাপ ডেভলপমেন্ট ট্র্যাকার WABetaInfo-তে সমস্ত তথ্য মজুত থাকে।
নয়াদিল্লি: গ্রাহকের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রযুক্তিগত বদল আনা হয়েছে আগেই। এ বার ফেসবুকের (Facebook) মতো হোয়াটসঅ্যাপের (WhatsApp Cover Image) উপস্থিতিতও ঝকঝকে-তকতকে করার দিকে নজর দিল মার্ক জাকারবার্গের (Mark Zuckerberg) সংস্থা মেটা (Meta Platforms)। তাই ফেসবুকের মতোই এ বার গ্রাহকের প্রোফাইলে কভার পিকচার রাখার পরিকল্পনা করছে তারা। তবে আপাতত বিজনেস অ্যাকাউন্টের (WhatsApp Business Account) ক্ষেত্রেই এই সুবিধা মিলবে।
কোন অ্যাপে কী পরিবর্তনের কথা ভাবা হচ্ছে, নিয়মিত তার আপটেড জানাতে থাকে মেটা। হোয়াটসঅ্যাপ ডেভলপমেন্ট ট্র্যাকার WABetaInfo-তে সমস্ত তথ্য মজুত থাকে। সম্প্রতি তাতেই পরীক্ষামূলক ভাবে এই কভার ইমেজের বিষয়টি রাখা হয়। বলা হয়, এই কভার ইমেজের বিষয়টি বিটা টেস্টিংয়ের জন্য চালু করা হলে, বিজনেস প্রোফাইলের সেটিংয়েও বেশ কিছু বদল আসবে। সেই সংক্রান্ত কিছু স্ক্রিনশটও তুলে ধরা হয় সংস্থার তরফে।
আরও পড়ুন: RBI on Cryptocurrencies: ‘ক্রিপ্টোকারেন্সি জুয়া ছাড়া কিছু নয়, নিষিদ্ধ রাখাই বুদ্ধিমানের কাজ’, মন্তব্য RBI কর্তার
এখনও পর্যন্ত যে তথ্য মিলেছে, সেই অনুযায়ী, বিজনেস সেটিংয়ে ক্যামেরার অপশন রাখা হবে। তাতে ক্লিক করে ফোনের গ্যালারি থেকে অথবা সঙ্গে সঙ্গে ছবি তুলে সেটিতে কভার পিকচার হিসেবে রাখা যাবে। প্রোফাইল পিকচার এবং স্টেটাসের পাশাপাশি সেটিও থাকবে প্রোফাইলে। এর ফলে কনট্যাক্ট লিস্টে থাকা কেউ প্রোফাইলে গেলে সেটি দেখতে পাবেন। আবার প্রোফাইল ফোটো এবং স্টেটাসও দেখা যাবে।
হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে কভার পিকচার আপলোড নিয়ে এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। তা সম্পূরণ হলেই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে। একই সঙ্গে ‘কমিউনিটি ফিচার’ নিয়েও কাজ চলছে, যার মাধ্যমে কোনও গ্রুপের অ্যাডমিনের হাতে থাকা নিয়ন্ত্রণ আরও মজবুত হবে। অ্যাডমিনরা চাইলে অন্য গ্রুপকে সংযুক্ত অথবা বাদ দিতে পারবেন। এর পাশাপাশি, ইন্টারফেস ভয়েস কল নিয়েও কাজ চলছে। আইওএস এবং অ্যান্ড্রয়েড, দুই রকমের ফোনেই সেটি ব্যবহার করা যাবে।