Whatsapp Tricks: অ্যাপ ডিলিট না করে কীভাবে হোয়াটসঅ্যাপ থেকে 'উধাও' হবেন? শিখে নিন সহজ ট্রিকস
Whatsapp Features: মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ডিলিট না করেও সেখান থেকে বিদায় নিতে পারবেন আপনি। কীভাবে, জেনে নিন।
![Whatsapp Tricks: অ্যাপ ডিলিট না করে কীভাবে হোয়াটসঅ্যাপ থেকে 'উধাও' হবেন? শিখে নিন সহজ ট্রিকস Whatsapp tricks How to disappear from WhatsApp without uninstalling the messaging app Whatsapp Tricks: অ্যাপ ডিলিট না করে কীভাবে হোয়াটসঅ্যাপ থেকে 'উধাও' হবেন? শিখে নিন সহজ ট্রিকস](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/20/723b7437f4314fd3ffa25f2215ad278f1658297152_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Whatsapp: বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম হল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। এই মেসেজিং অ্যাপের (Messaging App) সাহায্যে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা যায় অনায়াসেই। মাঝে মাঝেই ইউজারদের সুবিধার্থে বিভিন্ন আপডেট চালু করে হোয়াটসঅ্যাপ (Whatsapp App) কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপের এইসব ফিচার যথেষ্ট জনপ্রিয়। তবে এই সবকিছুর সঙ্গে রয়েছে হোয়াটসঅ্যাপের বেশ কিছু ট্রিকস। ওইসব কৌশল শিখে নিলেই দারুণ সব কাজ করতে পারবেন ইউজাররা। যেমন আপনি যদি হোয়াটসঅ্যাপ থেকে বিদায় নিতে চান, অথচ অ্যাপ ডিলিট করতে না চান, তার উপায়ও রয়েছে। শুধু সঠিক ট্রিকস জানতে হবে।
অ্যাপ ডিলিট না করেই কীভাবে হোয়াটসঅ্যাপ থেকে উধাও হবেন, জেনে নিন
স্টেপ-১: হোয়াটসঅ্যাপ অ্যাপের উপর বেশ কিছুক্ষণ একটানা প্রেস করে অর্থাৎ চেপে ধরে রাখুন। এর ‘অ্যাপ ইনফো’ আইকনের উপর ট্যাপ করতে হবে।
স্টেপ-২: এরপরেই আপনি একটি অপশন পাবেন উপরের দিকে যেখানে লেখা থাকবে ‘Force Stop’। এই অপশনের উপর ট্যাপ করলেই আপনার কাজ মিটে যাবে।
স্টেপ-৩: ওই ‘Force Stop’ অপশনে ট্যাপ করলেই ব্যাকগ্রাউন্ডে হোয়াটসঅ্যাপ অ্যাপ বন্ধ হয়ে যাবে। অতএব আপনি আর মেসেজ নোটিফিকেশন পাবেন না। অথচ আপনাকে ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ডিলিট করতে হল না। কিন্তু আপনি সেখান থেকে সরে যেতে পারলেন।
এই পদ্ধতি অবলম্বন করলে সেন্ডার শুধু দেখতে পাবেন যে আপনাকে পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজে সিঙ্গল টিক মার্ক রয়েছে। অর্থাৎ সেন্ডারের কাছ থেকে মেসেজ এলেও আপনার হোয়াটসঅ্যাপে তা ডেলিভার হয়নি। একটা কথা মাথায় রাখতে হবে যে আপনি যখন পুনরায় ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলবেন, তখন তা আবার আগের মতোই কাজ করতে শুরু করবে। অর্থাৎ আপনার কাছে মেসেজ আসবে। তাই যদি অ্যাপ ডিলিট না করে, হোয়াটসঅ্যাপ থেকে উধাও হতে চান, তাহলে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ বন্ধ করে রাখুন এবং মেসেজ আসা এড়াতে ‘Force Stop’ অপশন ব্যবহার করুন।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে হারানো ডেটা ফিরে পেতে চান ? এই সহজ ধাপে রইল সমাধান
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)