Tripura CM Covid Positive: করোনা আক্রান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
Manik Saha Corona Positive:করোনা আক্রান্ত হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।নিজেই ফেসবুকে এই খবরটি জানিয়েছেন।
প্রসেনজিৎ সাহা, আগরতলা (ত্রিপুরা) : করোনা আক্রান্ত (Covid Positive ) হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (Tripura CM Manik Saha )। বুধবার নিজেই ফেসবুকে এই খবরটি জানিয়েছেন। তবে তিনি পুরোপুরি ফিট এবং শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে ফেসবুক প্রোফাইলে নিজেই জানিয়েছেন। পাশাপাশি কোভিড পজিটিভ হলেও কোন উপসর্গ প্রকাশ পায়নি বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি, গত কয়েকদিনের মধ্যে তাঁর সংস্পর্শে যারা এসেছেন, তাঁদের প্রত্যেকেই তিনি সতর্ক হতে বলেছেন।
আরও পড়ুন, ২১ জুলাই জামা-কাপড় বাইরে শুকোতে পারেন, ওই দিন সব চোর কলকাতায় আসছে: শুভেন্দু
এদিন বিকেলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিজের ফেসবুক প্রোফাইলে থেকে জানিয়েছেন, 'আমি কোভিড পজিটিভ হয়েছি। তবে আমি পুরোপুরি সুস্থ রয়েছি। আমার শরীরে কোনও কোভিডের উপসর্গ বা লক্ষণ প্রকাশ পায়নি। আমার বিনীত অনুরোধ, যে বা যারা আমার সংস্পর্শে এসেছেন, তার প্রত্যেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করুন।' এদিন তার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তার ক্যাবিনেট সহকর্মীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। উল্লেখ্য, মানিক সাহা ত্রিপুরার বর্তমান এবং ১১ তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ইস্তফার পিছনে কম জল গড়ায়নি। উঠেছিল দলের ভিতরে অভিযোগের রোষ। তার ইস্তফার পর বিজেপির সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে মানিক সাহাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগের প্রস্তাব গ্রহণ করা হয়।
জানা গিয়েছে, ত্রিপুরায় বুধবার নতুন করে কোভিড আধিক্য হয়েছে। এদিন নতুন করে ৪৭৭ কোভিড কেস ধরা পড়েছে। প্রসঙ্গত, সম্প্রতি কোভিড আধিক্যের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয় মাস্ক। ত্রিপুরা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত এক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০০। পাশাপাশি বাড়ানো হয় নমুনা পরীক্ষার সংখ্যাও। কোভিড বিধি মেনে চলার বিষয়েও নজর দেওয়া হবে বলে জানান রাজস্ব দপ্তরের অতিরিক্ত সচিব।