৭ টায় বাংলা (Seg 1): করোনা আক্রান্ত তাপস রায়,সাধনা বসু। Bangla News
করোনা আক্রান্ত তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায়। গতকাল কলকাতা পুরসভার শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন তাপস রায়। করোনা আক্রান্ত কলকাতা পুরসভার বরো চেয়ারম্যান সাধনা বসু। গতকাল শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন ৪ নম্বর বরোর চেয়ারম্যান। করোনা আক্রান্ত হয়ে বাঙুর হাসপাতালে ভর্তি বরো চেয়ারম্যান।
আজ গঙ্গাসাগরের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংক্রমণ বাড়লে ফের স্কুল-কলেজ বন্ধ রাখতে হবে। পরিস্থিতি পর্যালোচনা করতে শিক্ষা সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ৫০% ওয়ার্ক ফ্রম হোম, জানালেন মুখ্যমন্ত্রী। ৩ জানুয়ারি থেকে কোভিড বিধি পর্যালোচনা। প্রয়োজনে ৩ জানুয়ারি থেকে কলকাতায় কনটেনমেন্ট জোন। প্রয়োজনে কলকাতায় ওয়ার্ড ভিত্তিক কনটেনমেন্ট জোন। করোনা বাড়ছে, ওমিক্রন বেশি করে ছড়াচ্ছে। যাবতীয় সতর্কতা মানতে হবে, কোভিড বিধি পালন করতে হবে।
বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, 'রাজ্যে ক্রমাগত সংক্রমণের সংখ্যা বাড়ছে। বিশেষত ২৫ ডিসেম্বর যে ধরণের জমায়েত বিভিন্ন জায়গায় হয়েছে, তাতে সাধারণ মানুষ উৎসবের মেজাজে ছিলেন। তাঁরা দূরত্ববিধি মানতে পারেননি। করোনার (Corona) সংক্রমণ অনেক বেড়ে গিয়েছে। ওমিক্রমনের সংখ্যাও বাড়ছে। আমার মনে হয় পুরনির্বাচনের (Municipal Election) তারিখ নিয়ে পুনর্বিবেচনা করা উচিত। রাজ্য নির্বাচন কমিশনের উচিত রাজ্যের বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে বিশেষজ্ঞ দল গঠন করা এবং তাদের পরামর্শ নেওয়া এখন নির্বাচন করা ঠিক হবে কিনা।'
উদ্বেগ বাড়িয়ে রাজ্যে বাড়ছে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিদেশে না গিয়েও ওমিক্রন আক্রান্ত আরও ৪ জন। রাজ্যে পাঁচজন ওমিক্রন পজিটিভ। এদের মধ্যে একজনের বিদেশ যাত্রার রেকর্ড থাকলেও বাকি চারজন বিদেশে যাননি। এই চারজনের মধ্যে ২ জন কলকাতার। বাকি দুজন দমদম ও হাওড়ার বাসিন্দা। ৫ জনের মধ্যে কারও মৃদু উপসর্গ রয়েছে। কেউ উপসর্গহীন। পাঁচজনই হোম আইসোলেশনে। মোট ১০৭ জনের নমুনা জিনোম সিকোয়েন্সির জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ৫ জনের নমুনায় ওমিক্রন ধরা পড়ে।
রাজ্যে বাড়ছে ওমিক্রন উদ্বেগ। এই বিষয়ে চিকিৎসক প্রভাস প্রসূন গিরি বলেন, 'বাইরে বিভিন্ন জায়গায় দেখলে দেখা যাবে, ডেল্টা ভ্যারিয়েন্ট সরে ওমিক্রন এক নম্বর শ্রেণীতে উঠে আসছে সংক্রমণের দিক থেকে। আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। আরও কিছুদিন পরে কোভিড পজিটিভ রোগীদের জিনোম সিকোয়েন্সি না করেই আমরা বলতে পারব, তারা ওমিক্রন আক্রান্ত। এখনও অবধি যা দেখা যাচ্ছে, ওমিক্রনেও কোভিডের মতোই উপসর্গ বা উপসর্গহীন রোগী দেখা যাচ্ছে। তবে যেহেতু নতুন স্ট্র্রেন, আমাদের প্রস্তুত থাকা দরকার।'
ওমিক্রন-আবহে বুস্টার ডোজ (Booster Dose) নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেন্দ্রকে নিশানা করে বলেন, "কেন্দ্র যে বলছে বুস্টার ডোজ দেবে, আগে দ্বিতীয় ডোজটা দিক। তারপর তো বুস্টার ডোজ। দ্বিতীয় ডোজই এখনও ৪০ শতাংশ মানুষের বাকি আছে।" এর পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, "ভারতবর্ষের ১৩০ কোটি লোকের বিনা পয়সায় টিকার ব্যবস্থা করা খুব সহজ বিষয় নয়, মুখ্যমন্ত্রীর এটুকু বোধ আছে নিশ্চয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যথেষ্ট প্রশংসামূলক কাজ হয়েছে।"
ওমিক্রন-আবহে বুস্টার ডোজ (Booster Dose) নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেন্দ্রকে নিশানা করে বলেন, "কেন্দ্র যে বলছে বুস্টার ডোজ দেবে, আগে দ্বিতীয় ডোজটা দিক। তারপর তো বুস্টার ডোজ। দ্বিতীয় ডোজই এখনও ৪০ শতাংশ মানুষের বাকি আছে।" এর পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, "ভারতবর্ষের ১৩০ কোটি লোকের বিনা পয়সায় টিকার ব্যবস্থা করা খুব সহজ বিষয় নয়, মুখ্যমন্ত্রীর এটুকু বোধ আছে নিশ্চয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যথেষ্ট প্রশংসামূলক কাজ হয়েছে।"
রেশন কার্ড থাকলেই ঝাড়খণ্ডে ২৫ টাকা কম দামে পেট্রোল! মাসে ১০ লিটার করে স্কুটার, বাইক চালকদের পেট্রোল! ২৬ জানুয়ারি থেকে কার্যকরের ঘোষণা ঝাড়খণ্ড সরকারের। রেশন কার্ড থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেট্রোলের ২৫ টাকা।
দিঘায় কাঁকড়া খেয়ে পরপর ২ পর্যটকের মৃত্যু, অভিযানে খাদ্য দফতর। দিঘার সমুদ্র সৈকতে অভিযানে খাদ্য দফতর। সংগ্রহ করা হল নমুনা।
দার্জিলিঙের টাইগার হিলে শুরু হয়েছে তুষারপাত। বরফের চাদরে ঢেকেছে রাস্তাঘাট। বরফের চাদরে ঢেকেছে বাতাসিয়া ও জোড়বাংলো এলাকাও। রাস্তায় বেরিয়ে পড়েছেন পর্যটকরা।