7 Tay Bangla(Seg-1): তৃণমূলের শ্রমিক সংগঠনের আন্দোলনের মঞ্চেও যেতে চান অর্জুন | Bangla News
দেখা করতে চেয়ে ফের কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি দিলেন অর্জুন সিংহ। পাশাপাশি পাটের দাম নিয়ে সরব হতে মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি লিখবেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। অসুবিধে নেই তৃণমূলের শ্রমিক সংগঠনের আন্দোলনের মঞ্চে যেতেও। আসতে চাইলে দলের সঙ্গে যোগাযোগ করুন, পাল্টা তৃণমূলের সুখেন্দু শেখর রায়।
জ্বালানি-ভ্যাট কমাতে রাজ্যকে পরামর্শ দেওয়ার মোদিকে (Narendra Modi) আক্রমণ রাহুলের (Rahul Gandhi)। 'জ্বালানির মূল্যবৃদ্ধি-রাজ্যগুলিকে দোষারোপ। কয়লা ঘাটতি-রাজ্যগুলিকে দোষারোপ। অক্সিজেনের ঘাটতি-রাজ্যগুলিকে দোষারোপ। জ্বালানির উপর করের ৬৮ শতাংশ নেয় কেন্দ্র। মোদির যুক্তরাষ্ট্রীয় কাঠামো সহযোগিতামূলক নয়, জবরদস্তিমূলক।' টুইটে তোপ রাহুল গাঁধীর।
‘মহার্ঘভাতা পাওয়ার অধিকার আছে সরকারি কর্মীদের’।বকেয়া ডিএ মামলায় ফের মন্তব্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি
‘২০২০-র মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিতেই হবে’। ট্রাইবুনালের নির্দেশের পরেই হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।