(Source: ECI/ABP News/ABP Majha)
7 Tay Bangla (Seg 1): মাও হামলার আশঙ্কার মধ্যেই জাতীয় সড়কে চলল গুলি । Bangla News
ঝাড়্গ্রামে জাতীয় সড়কে ভরদুপুরে চলল গুলি। আক্রান্তের পরিবার হামলার নেপথ্যে মাওবাদী আশঙ্কা করলেও, পুলিশের তরফ থেকে তাঁকে নস্যাৎ করা হয়। দুই বাইক আরোহী এসে যুবককে গুলি করার পর তার থেকে বাইক ও টাকা ছিনতাই করে বলে অভিযোগ।
"জঙ্গলমহল সহ ঝাড়খণ্ড, দীর্ঘদিন ধরে শান্ত ছিল, কোথাও কোনো ঘটনা ঘটেনি, এখন যখনই কোনো একটা জায়গাকে হাই এলার্ট দেওয়া হয়, বিশেষ করে মাওবাদী সম্বন্ধে, তখন সেটা কেন্দ্রীয় সরকারের গৃহমন্ত্রকের অনুমোদন আছে। অত্যন্ত যত্ন করে এই নির্দেশিকা তৈরি করা হয়, সেই নির্দেশিকা অঙ্গরাজ্যগুলিতে পাঠানো হয়, যেগুলি মাওবাদী অধ্যুষিত। তারপর আমাদের লোকাল আইবি সেটা মনিটর করে। খবর পজিটিভ তখন রাজ্য পুলিশের ডিজি, স্থানীয় এলাকায় ঘুরে এসেছেন, সবাইকে এলার্ট করেছেন, কিন্তু এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি মাওবাদীদের কারণে ঘটেছে কিনা এখনও নিশ্চিত করে বলতে পারছি না" বললেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত।