৭টায় বাংলা (৩): তৃণমূলের মিছিল থেকে বিজেপির চামড়া গুটিয়ে দেওয়ার স্লোগান, 'কে কার চামড়া গোটায় ভোটের ফলে পরিষ্কার হয়ে যাবে', পাল্টা শুভেন্দু
পলতায় তৃণমূলের সৌহার্দ্য মিছিল থেকে বিজেপির চামড়া গুটিয়ে দেওয়ার স্লোগান উঠল। বিজেপি বিভেদ তৈরি করছে, মিছিল থেকে অভিযোগ করেন তৃণমূল সমর্থকরা। 'কে কার চামড়া গোটায় ভোটের ফলে পরিষ্কার হয়ে যাবে', পাল্টা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) বিরুদ্ধে ধিক্কার স্লোগান তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। বালির নিশ্চিন্দায় পদযাত্রায় বললেন, ডোমজুরেই রাজীবের বিরুদ্ধে খেলা হবে। এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেইমান স্লোগান তোলেন তৃণমূল (TMC) সাংসদ। জবাবে জগৎবল্লভপুরের সভায় রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, 'সাংসদের ভাষা শুনুন। উন্নয়নের কথা স্লোগানে নেই, মানুষের কথা নেই।'





























