Cooch Behar: কোচবিহারের মাথাভাঙায় ভাঙন আতঙ্ক
কোচবিহারের মাথাভাঙায় মানসাই নদীতে ভাঙন। তলিয়ে যাচ্ছে কৃষিজমি। ভিটে হারানোর আশঙ্কা গ্রামবাসীদের। এই পরিস্থিতিতে নদীবাঁধ নির্মানের দাবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ক্ষমতায় এলেই সামগ্রীক উন্নয়ন। দাবি বিজেপি বিধায়কের। আগামী ২০ বছরেও ক্ষমতায় আসবে না বিজেপি। উন্নয়ন আমরাই করব। পাল্টা সওয়াল তৃণমূলের।
সপ্তাহের প্রথম কাজের দিনেই লাইনচ্যুত আপ রাধিকাপুর স্পেশাল এক্সপ্রেস। বর্ধমান স্টেশনে চার নম্বর প্লাটফর্মে ঢোকার মুখে দুর্ঘটনা। গতি কম থাকায় প্রাণে রক্ষা পেলেন যাত্রীরা। ঘটনায় তদন্তের নির্দেশ রেলের। প্লাটফর্মে ঢোকার মুখেই লাইনচ্যুত আপ রাধিকাপুর স্পেশাল এক্সপ্রেস। গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পেলেন যাত্রীরা। সোমবার সকাল ১০টা ২৪। বর্ধমান স্টেশনের চার নম্বর প্লাটফর্মে ঢুকছিল আপ রাধিকাপুর স্পেশাল এক্সপ্রেস। অভিযোগ, তখনই ইঞ্জিনের পরের বগির প্রথম চারটি চাকা লাইনচ্যুত হয়। গতি কম থাকায় দ্রুত ট্রেনটিকে থামিয়ে দেন চালক। কিন্তু হঠাৎই ঝাঁকুনির জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকে আবার ভয়ে নেমে পড়েন ট্রেন থেকে।
সাতদিনের মধ্য়ে গ্রেফতার করতে হবে তববস্সুম আরাকে। নাহলে রাস্তা অবরোধ করা হবে। ভ্য়াকসিনকাণ্ডে পুলিশকে ডেপুটেশন দিয়ে হুঁশিয়ারি দিল বিজেপি। এই ধরনের কেউ পুরসভার সঙ্গে যুক্ত না থাকলেই ভাল। অস্বস্তিতে পড়ে মন্তব্য আসানসোলের পুরপ্রশাসকের।