এক্সপ্লোর
TMC: 'আপনার মতো সমান অধিকার আমারও আছে', মমতাকে হুঙ্কার আব্দুল করিম চৌধুরীর
পঞ্চায়েতে (Panchayat Election) তৃণমূলের (TMC) প্রার্থী নিয়ে তীব্র অসন্তোষ আব্দুল করিম চৌধুরীর (Abdul karim Chowdhury)। 'বিধায়কের কথা রাখলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের তৃণমূলের যাঁরা নির্দল হয়ে দাঁড়াচ্ছেন, আমি ওদের সমর্থনে প্রচারে যাব। যেটা আমি নিজের জন্য় করতে পারতাম না, সেটা আমি ওদের জন্য় করব। মমতাদি আপনাকে অনুরোধ, ইসলামপুরের পঞ্চায়েত নির্বাচনে কোনওরকম হস্তক্ষেপ করবেন না, আমার সমান অধিকার আছে, যেটা আপনার আছে, হুঙ্কার আব্দুল করিম চৌধুরীর।






























