(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal Politics: হ্যাকিং রুখতে ফোনের ক্যামেরায় টেপ লাগাতে হচ্ছে, স্পাইওয়্যার নিয়ে বিস্ফোরক মমতা
"মোদি (Narendra Modi) সরকার গণতান্ত্রিক অধিকার খর্ব করে গোটা দেশে গোয়েন্দাগিরি চালাচ্ছে। ফোনে আড়ি পাতছে।" ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিযোগ তৃণমূল নেত্রীর (TMC)। "বিজেপিকে বদনামের চেষ্টা করা হচ্ছে। মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার ফোন ট্যাপ করছে," পাল্টা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
পেগাসাস ইস্যুতে কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের। "বাধ্য় হয়ে মোবাইল ফোনের ক্যামেরা টেপ দিয়ে ঢেকেছি," বললেন তৃণমূল নেত্রী। মোদি সরকারকে নিশানা করে ফোনের ক্য়ামেরা ঢাকলেন তৃণমূল কর্মীরাও।
হ্যাকিংকাণ্ডে উত্তাল দেশ। আগামী সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রক সহ সংশ্লিষ্ট মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারে তথ্য প্রযুক্তি সংক্রান্ত স্থানীয় সংসদীয় কমিটি, পিটিআই সূত্রে খবর।
পেগাসাসের টার্গেটে ছিল ফরাসি প্রেসিডেন্টের ফোন নম্বরও? ফরাসি সংবাদ মাধ্য়মে বিস্ফোরক রিপোর্টের পরেই তদন্তের নির্দেশ। স্পাইওয়্যারের হ্যাকিং নিয়ে তদন্তের নির্দেশ ফরাসি প্রেসিডেন্টের।